Sobujbangla.com | কাল ইসিতে একযোগে স্মারকলিপি দেবেন ঐক্যফ্রন্টের প্রার্থীরা
News Head

কাল ইসিতে একযোগে স্মারকলিপি দেবেন ঐক্যফ্রন্টের প্রার্থীরা

  |  ১৭:৪৪, জানুয়ারি ০২, ২০১৯

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অনিয়মের তথ্য-প্রমাণসহ একযোগে স্মারকলিপি দেবেন জাতীয় ঐক্যফ্রন্টের সব প্রার্থী। আগামীকাল বৃহস্পতিবার বিকেল ৩টায় নির্বাচন কমিশনে এই স্মারকলিপি দেওয়া হবে।
আজ বুধবার প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও নির্বাচন কমিশন (ইসি) সচিব বরাবর এক চিঠিতে এই তথ্য জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মির্জা ফখরুলের স্বাক্ষরকৃত চিঠিতে বলা হয়, ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সীমাহীন অনিয়ম, কারচুপি, মামলা, গ্রেপ্তার, ভয়-ভীতি প্রদর্শন, আওয়ামী লীগের সন্ত্রাস, প্রার্থীদের আটক ও প্রার্থিতা বাতিল বিষয়ে নির্বাচনী এলাকাভিত্তিক তথ্যউপাত্তসহ স্মারকলিপি দাখিলের জন্য জাতীয় ঐক্যফ্রন্ট মনোনীত প্রার্থীগণ কাল বিকেল ৩টায় একযোগে নির্বাচন কমিশনে যাবেন।
গত সোমবার জাতীয় ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির বৈঠকের পর নির্বাচন কমিশনে স্মারকলিপি দেওয়া হতে পারে বলে জানানো হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ