Sobujbangla.com | নির্বাচনে দায়িত্ব পালনে সারাদেশে সেনাবাহিনী মোতায়েন
News Head

নির্বাচনে দায়িত্ব পালনে সারাদেশে সেনাবাহিনী মোতায়েন

  |  ২০:০৫, ডিসেম্বর ২৩, ২০১৮

একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আজ রোববার সারাদেশের ৩৮৯টি উপজেলায় বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে।
পাশাপাশি ১৮টি উপজেলায় মোতায়েন করা হয়েছে নৌবাহিনীর সদস্যদের।
নির্বাচন কেন্দ্র করে ৩শ’ ৮৯টি উপজেলায় সেনাবাহিনী ও ১৮টি উপজেলায় নৌবাহিনীর সদস্য টহল দেবে। সোমবার (২৪ ডিসেম্বর) থেকে ১ জানুয়ারি পর্যন্ত ৯দিন স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করবে সেনাবাহিনী। সশস্ত্র বাহিনীর সদস্যরা নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার সঙ্গে সমন্বয়ের মাধ্যমে প্রয়োজন অনুযায়ী টহল ও অন্যান্য অভিযানে অংশ নিতে পারবেন। তবে কোনো বিচারিক ক্ষমতা প্রয়োগ করতে পারবেন না।

এ বিভাগের অন্যান্য সংবাদ