ফাইনালে উঠে রিয়ালের রেকর্ড
উয়েফা চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনাল দ্বিতীয় লেগে ২-১ ব্যবধানে হেরে যায় রিয়াল। হারলেও আগের লেগে এগিয়ে থাকায় ৪-২ গোলের জয় নিয়ে ফাইনালে ওঠে জিনেদিন জিদানের শিষ্যরা। ফাইনালে উঠে বেশ কয়েকটি রেকর্ড গড়েছে রিয়াল মাদ্রিদ।
১. এ নিয়ে রেকর্ড ১৫ বার ফাইনাল উঠল তারা। দ্বিতীয় সর্বোচ্চ ১১বার ফাইনালে উঠেছে এসি মিলান।
২. এই প্রথম টানা দুইবার ফাইনালে উঠল রিয়াল। এর আগে ১৯৫৬ থেকে ১৯৬০ সালের মধ্যে পাঁচবার শিরোপা জিতেছিল লস ব্লাঙ্কোসরা।
৩. রিয়াল মাদ্রিদের আর মাত্র ১টি গোল প্রয়োজন। সেটা হলে চ্যাম্পিয়নস লিগের ইতিহাসে প্রথম কোনো দল হিসেবে ৫০০ গোল করার রেকর্ড স্থাপন করবে তারা।
৪. এর আগে ১৪বার ফাইনালে উঠে ১১বার শিরোপা জিতেছে রিয়াল। এবার জিতলে চ্যাম্পিয়নস লিগের এক ডজন ট্রফি হবে রিয়ালের।
৫. জুভেন্টাস রেকর্ড ৬ বার চ্যাম্পিয়নস লিগের ফাইনালে হেরেছে। মোট আটবার ফাইনাল খেলে দুইবার মর্যাদাকর চ্যাম্পিয়নস লিগের শিরোপা জিতেছে। সবশেষ জিতেছে ১৯৯৬ সালে। তার আগেরটা জিতেছিল ১৯৮৫ সালে।
৬. অ্যাটলেটিকো মাদ্রিদ একমাত্র দল যারা টানা চারবার একই প্রতিপক্ষের কাছে হেরে চ্যাম্পিয়নস লিগ থেকে বিদায় নিয়েছে। এর মধ্যে দুইবার ফাইনালে হেরেছে। একবার সেমিফাইনাল ও একবার কোয়ার্টার ফাইনালে। প্রতিপক্ষের নাম রিয়াল মাদ্রিদ!