মিরাজ-মুস্তাফিজে দারুণ শুরু
বোলিংয়ের শুরুটা আজ মিরাজকে দিয়েই। উইকেট কিছুটা মন্থর হওয়াতেই হয়তো এমন ফাঁদ বাংলাদেশের। যেমন কথা তেমন কাজ। প্রথম ওভারেই উইকেট নিয়ে নিলেন মেহেদী মিরাজ।
প্রথম ওভারের পঞ্চম বলে পাকিস্তানি ওপেনার ফখর জামানকে ফেরান লেগ বিফোরের ফাঁদে পেলে।
দ্বিতীয় ওভার করতে আসা মুস্তাফিজ তার দ্বিতীয় বলে লেগ বিফোরের ফাঁদে ফেলেন বাবর আজমকে। এই ওপেনার করেন মাত্র ১ রান।
তৃতীয় ওভার বিরতি দিয়ে চতুর্থ ওভারে আবারও উইকেট। এবারও মুস্তাফিজের আঘাত। দ্বিতীয় ওভারের তৃতীয় বলে পাক অধিনায়ক সরফরাজ আহমেদ ক্যাচ তুলে দেন মুশফিকুর রহিমের হাতে। ব্যক্তিগত ১০ রানের মাথায় যখন সরফরাজের বিদায় তখন পাকিস্তানের সংগ্রহ ৩ উইকেটে ১৮ রান।
এর আগে টস জিতে ১০ উইকেটে বাংলাদেশ সংগ্রহ করে ২৩৯ রান। মুশফিকের ব্যাটে আসে ৯৯ আর মিঠুন করেন ৬০ রান।
এই ম্যাচে যে দল জিতবে তারাই ফাইনালে জায়গা করে নিবে ভারতের সঙ্গে।