বাংলাদেশে আসছে অস্ট্রেলিয়ার পরিদর্শক দল
ক্রিকেটের জনপ্রিয় ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো গত বৃহস্পতিবার অস্ট্রেলিয়া সিরিজ নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে। তারা জানায়, অস্ট্রেলিয়ার বাংলাদেশ সফর এখনো চূড়ান্ত হয়নি। ক্রিকেট অস্ট্রেলিয়া পূর্বে যে নিরাপত্তা নির্দেশনা পেয়েছিল, তা এখনো অপরিবর্তিত রয়েছে।
আগস্টে বাংলাদেশ সফরের আগে নিরাপত্তা ব্যবস্থা ও অন্যান্য প্রস্তুতি দেখতে ঢাকায় আসবে ক্রিকেট অস্ট্রেলিয়ার পরিদর্শক দল। চলতি মাসের মাঝামাঝি সময়ে ঢাকায় পৌঁছার কথা রয়েছে তাদের। বিসিবির প্রস্তাবিত সূচি অনুযায়ী সকল ভেন্যু, টিম হোটেল এবং স্টেডিয়ামে আসা-যাওয়ার পথ পর্যবেক্ষণ করবেন তারা।
শনিবার মিরপুর হোম অব ক্রিকেটে বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামউদ্দিন চৌধুরী সুজন বলেছেন, ‘অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও ভারতের মতো দল যখন কোনো দেশ সফর করে তার আগে প্রি-ট্যুর পরিদর্শন হয়। তারই ধারাবাহিকতায় ক্রিকেট অস্ট্রেলিয়ার একটি দল এ মাসের মাঝামাঝি সময়ে বাংলাদেশ সফর করবে। নিরাপত্তাসংক্রান্ত বিষয় ও সুযোগ-সুবিধা দেখবে।’
ক্রিকেট অস্ট্রেলিয়ার নিরাপত্তা প্রতিনিধি দলের প্রধান শন ক্যারল বাংলাদেশে আসবেন বলে জানিয়েছেন নিজামউদ্দিন। নিরাপত্তা প্রতিনিধির প্রধান ও পরিদর্শক দলের সবুজসংকেতের পর অস্ট্রেলিয়া ক্রিকেট দলের বাংলাদেশ সফর চূড়ান্ত হবে।