নিবন্ধিত হজযাত্রীর বদলি হিসেবে হজ করার সুবিধা দিবে ধর্ম মন্ত্রণালয়
প্রকাশিত হয়েছে | ১৯:২২, জুলাই ২০, ২০১৮
নিবন্ধিত কোনো হজযাত্রী মারা গেলে কিম্বা অসুস্থ হলে তার বদলি হিসেবে অন্য কাউকে হজ করার সুবিধা দিবে ধর্ম মন্ত্রনালয়।
আর রিপ্লেসমেন্ট কোটা ৪ শতাংশ থেকে আরো বাড়ানোর দাবি জানিয়েছে, হজ এজেন্সিগুলোর সংগঠন হাব। সকালে আশকোনা হজ ক্যাম্পে হাবের মহাসচিত শাহাদাত হোসাইন তসলিম বলেন, দ্রুত সময়ের মধ্যে রিপ্লেসমেন্টের সুবিধা না বাড়ালে শেষ মুহুর্তে সংকট তৈরি হতে পারে।
অন্যদিকে হজ অফিসের পরিচালক মো. সাইফুল ইসলাম বলেন, ১ লাখ ২৬ হাজার ৭৯৮ হজযাত্রীর মধ্যে গত এক সপ্তাহে সৌদি গেছেন প্রায় ৩০ হাজার যাত্রী। এবছর আগে থেকে টিকিট, ভিসা ও মোয়াল্লেম ফি সময়মতো হওয়ায় ভোগান্তির ঘটনা ঘটেনি।
এ বিভাগের অন্যান্য সংবাদ