অভিযানেও থেমে নেই মাদক সরবরাহ
মাদক বিরোধী অভিযানে রাজধানীতে মাদকের সরবরাহ কমলেও ঠেকানো যাচ্ছে না সেবন। সহজলভ্য না হওয়ায় বিক্রি হচ্ছে, দ্বিগুণ দামে। পুলিশ বলছে, কঠোর নজরদারি থাকায়; অভিনব কায়দায় মাদক ঢুকছে রাজধানীতে। বিশ্লেষকের মতে, মাদকের গডফাদাররা ধরা না পড়লে, এমন অভিযান দিন শেষে কোনো কাজেই আসবে না।
টেকনাফ থেকে একটি বড় মাদকের চালান ঢুকছে রাজধানীতে এমন খবরে একটি গাড়ির পিছু নেয় গোয়েন্দা পুলিশ। সায়েদাবাদ থেকে খিলক্ষেতে পৌঁছালে গাড়িটি থেকে নামেন দুই ব্যক্তি। গোপনে তাদের অনুসরণ করেন গোয়েন্দারা। কিছু দূর যাওয়ার পর, ওই দুজনের সাথে দেখা করেন, আরও একজন। তিনি মূলত ইয়াবা ক্রেতা। এ সময় তাদের ঘিরে ফেলে গোয়েন্দা পুলিশ। পরে গ্রেপ্তার করা হয় সবাইকে। যদিও প্রাথমিক তল্লাশীতে, মেলেনি কিছুই। তবে গোয়েন্দা কার্যালয়ে ব্যাপক জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসে থলের বিড়াল। গ্রেপ্তারকৃতদের হাতে থাকা কম্পিউটারের সিপিইউ খুলে পাওয়া যায় প্রায় ৭ হাজার ইয়াবা।
পুলিশ বলছে, চক্রটি আগেও বেশ কয়েকবার রাজধানীতে ইয়াবা সরবরাহ করেছে। শুধু ইয়াবা নয়, গত দুই মাসে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে রাজধানীতেই উদ্ধার হয়েছে, প্রায় পাঁচ লাখ ৬১ হাজার পিস ইয়াবা, কয়েকশ মন গাঁজা ও বিপুল পরিমাণ ফেনসিডিলসহ বিভিন্ন ধরনের মাদক। এসময় সারা দেশে মামলা হয়েছে, ২৫ হাজার। আর গ্রেপ্তার করা হয় ৩৭ হাজার জনকে।
এই বিশ্লেষক বলছেন, মাদক নির্মূলে অভিযানের পাশাপাশি বাড়াতে হবে গণসচেনতাও। অভিযানের নামে কেউ যাতে বিচারবহির্ভুত হত্যার শিকার না হন, খেয়াল রাখতে হবে সেদিকেও। তার মতে, মাদকের গডফাদারদের ধরতে না পারলে, দিন শেষে এসব অভিযান কোনো কাজে আসবে না।