Sobujbangla.com | বেলজিয়ামকে ১-০ গোলে হারিয়ে ফাইনালে ফ্রান্স।
News Head
 আবারও সহযোগিতা করল যুক্তরাষ্ট্র, রোহিঙ্গাদের জন্য ২ হাজার কোটি টাকার অজিত সহায়তা দেবে যুক্তরাষ্ট্র। আওয়ামী লীগের, সাবেক এমপি আউয়াল গ্রেপ্তার। পুলিশের ওপেন হাউজডে-মতবিনিময় সভা দোয়ারাবাজারে । সাংবাদিক তুরাব হত্যা মামলার আসামি ওসি মঈনকে ছেড়ে দেয়ায় সিলেট ক্ষোভ। ৮ দফা দাবিতে সিলেটে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান। গ্রেফতার ২ ধর্ষণ স্কুলছাত্রী অভিযোগে কমলগঞ্জে। উনিশ উপজেলার নির্বাচন স্থগিত। ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্ত সাড়ে ৩৭ লাখ মানুষ, বিধ্বস্ত ৩৫ হাজার ঘরবাড়ি’। এগারো উপজেলার চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানরা শপথ নিলেন। সিলেটে ওসমানী বিমানবন্দরে আটকা পড়েছে ৬টি ফ্লাইট।

বেলজিয়ামকে ১-০ গোলে হারিয়ে ফাইনালে ফ্রান্স।

  |  ২০:৪০, জুলাই ১০, ২০১৮

প্রথমার্ধে গোলশূন্যের পর ৫১ মিনিটে উমতিতির হেড থেকে ১-০ গোলে এগিয়ে যায় ফ্রান্স। শুরু থেকেই বল দখলে এগিয়ে থাকা বেলজিয়াম সুযোগ পেয়েছিল ১৫তম মিনিটে। কিন্তু আজারের শট পোস্টের বাইরে দিয়ে চলে যায়। পালটা আক্রমণে মাতুইদির শট সেভ করেন বেলজিয়ামের গোলরক্ষক কর্তোয়া। ২২তম মিনিটে বেলজিয়ামের আল্ডারভাইরেল্ডের আচমকা শট দুর্দান্ত সেভ করেন গোলরক্ষক লরিস।

দ্বিতীয়ার্ধের শুরুটাও ভাল করে বেলজিয়াম। কিন্তু গ্রিজমানের কর্নার থেকে দুর্দান্ত হেডে ফ্রান্সকে এগিয়ে দেন উমতিতি। বদলি হিসেবে নেমে মের্টেন্স দুটি সুযোগ তৈরি করেছিলেন। কিন্তু ডে ব্রুইন ও ফেলাইনি তা কাজে লাগাতে পারেনি।
তৃতীয়বারের মত ফাইনালে ফ্রান্স। ২০০৬ সালে জার্মানি বিশ্বকাপে ইতালির কাছে টাইব্রেকারে হেরেছিল ফ্রান্স।

বেলজিয়ামের শুরুর একাদশঃ ভিনসেন্ট কোম্পানি, ইয়ান ভার্টোনেন, থিবো কোর্তোয়া, টবি আল্ডারভাইরেল্ড, কেভিন ডে ব্রুইনে, এদেন আজার, রোমেলু লুকাকু, আক্সেল উইতসেল, নাসের শাদলি, মুসা দেম্বেলে, মারোয়ান ফেলাইনি।

ফ্রান্সের শুরুর একাদশঃ বাঁজামাঁ পাভার্দ, লুকা এরনঁদেজ, উগো লরিস, রাফায়েল ভারানে, সামুয়েল উমতিতি, এনগোলো কঁতে, পল পগবা, অঁতোয়ান গ্রিজমান, ব্লেইস মাতুইদি, কিলিয়ান এমবাপে, অলিভিয়ে জিরুদ।

এ বিভাগের অন্যান্য সংবাদ