বেতন বাড়ছে না সাকিব-মাশরাফিদের
গত কয়েকদিন ধরেই গণমাধ্যমে আলোচিত হচ্ছিলো ক্রিকেটারদের নতুন চুক্তি এবং বেতনের বিষয়টি। কেন্দ্রীয় চুক্তিতে থাকা ক্রিকেটারদের সংখ্যা কমিয়ে আনা হবে বিষয়টি আগেই জানিয়েছিলেন বিসিবি ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান আকরাম খান। প্রতি বছরের মতো এবারও ক্রিকেটারদের বেতন বাড়ানোর আভাসও দিয়েছিলেন তিনি। তবে শেষ পর্যন্ত কেন্দ্রীয় চুক্তির তালিকা ছোট করা হলেও বেতন বাড়ছে না ক্রিকেটারদের।
বুধবার বিসিবির কার্যনির্বাহী কমিটির সভা শেষে সাংবাদিকদের সামনে এ ঘোষণা দেন বিসিবি প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন।
গতবছর চারটি গ্রেডে ১৬ জন ক্রিকেটারকে রাখা হয়েছিলো কেন্দ্রীয় চুক্তিতে।
খেলোয়াড়দের বেতন প্রায় প্রতিবছরই কিছু কিছু করে বাড়িয়ে আসছিলো বিসিবি। তবে গতবার ক্রিকেটারদের দাবির পরিপ্রেক্ষিতে বেতনের অঙ্কে বড় পরিবর্তন আনা হয়। মাশরাফি-সাকিবদের মতো ‘এ প্লাস’ ক্যাটাগরিতে থাকা খেলোয়াড়দের বেতন আড়াই লাখ থেকে বাড়িয়ে করা হয় ৪ লাখ টাকা। ‘এ’ ক্যাটাগরিতে থাকা মাহমুদউল্লাহর ২ লাখ থেকে বাড়িয়ে ৩ লাখ, ‘বি’ ক্যাটাগরিতে ইমরুল কায়েস, মুমিনুল হক, সাব্বির রহমান ও সৌম্য সরকারের দেড় লাখ থেকে বাড়িয়ে ২ লাখ, ‘সি’ শ্রেণিতে রুবেল হোসেন, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান ও মোসাদ্দেক হোসেনদের ১ লাখ থেকে বাড়িয়ে দেড় লাখ এবং ‘ডি’ শ্রেণিতে নতুন অন্তর্ভুক্ত হওয়া ক্রিকেটারদের বেতন ৭৫ হাজার থেকে বাড়িয়ে করা হয় ১ লাখ টাকা।
এ+ গ্রেড: মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, মাশরাফি বিন মুর্তজা, তামিম ইকবাল (বেতন : চার লাখ টাকা)
এ গ্রেড: মাহমুদউল্লাহ (বেতন : তিন লাখ টাকা)
বি গ্রেড: ইমরুল কায়েস, মুমিনুল হক, সাব্বির রহমান, সৌম্য সরকার (বেতন : দুই লাখ টাকা)
সি গ্রেড: রুবেল হোসেন, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, মোসাদ্দেক হোসেন সৈকত (বেতন : দেড় লাখ টাকা)
ডি গ্রেড: তাইজুল ইসলাম, কামরুল ইসলাম রাব্বি, মেহেদী হাসান মিরাজ (বেতন: এক লাখ টাকা)
এ ছাড়া তখনকার তিন ফরম্যাটের তিন অধিনায়কের জন্য দায়িত্বভাতা হিসেবে বাড়তি ২০ হাজার টাকা করে ধরা হয়েছিলো।