১৭৭ রানের টার্গেটে বাংলাদেশ
নিদাহাস ট্রফির পঞ্চম ম্যাচ ও নিজেদের তৃতীয় ম্যাচে আজ ভারতের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। খেলায় ভারত ১৭৭ রানের টার্গেট বেঁধে দেয় বাংলাদেশকে। নির্ধারিত ২০ ওভার খেলে ভারত ৩ উইকেট হারিয়ে এই রান সংগ্রহ করে।
নিজেদের তৃতীয় ম্যাচে টসে জিতে বাংলাদেশের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন। খেলার ৯.৫ ওভারে প্রথম উইকেটটি পায় বাংলাদেশ। এরপর আরো দুইটি উকেটের পতন ঘটে।
কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে বাংলাদেশ সময় বুধবার সন্ধ্যা সাড়ে সাতটায় খেলাটি শুরু হয়। টুর্নামেন্টে এ নিয়ে দ্বিতীয়বার মুখোমুখি দু’দল।
এর আগে বাংলাদেশ নিজেদের প্রথম ম্যাচে ভারতের কাছে হেরে যায়। তবে টুর্নামেন্টের আরেক দল স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় ম্যাচে জিতে ঠিকই আসরে টিকে রয়েছে টাইগাররা। আর ভারত তিন ম্যাচ খেলে দুটিতে জয় ও এক ম্যাচ হেরেছে।
এ ম্যাচে বাংলাদেশ দলে একটি পরিবর্তন হয়েছে পেসার তাসকিন আহমেদের জায়গায় এসেছেন আরেক পেসার আবু হায়দার রনি। আর ভারতীয় দলে জয়দেব উনাদকাটের জায়গায় খেলছেন মোহাম্মদ সিরাজ।