ভারতের বিপক্ষে ভিন্ন দল হয়ে উঠবে বাংলাদেশ, প্রত্যাশা টাইগার অধিনায়কের
টুর্নামেন্টের প্রথম ম্যাচে আজ মাঠে নামবে বাংলাদেশ। প্রতিপক্ষ ফেভারিট ভারত। এর আগে ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণে কখনোই ভারতের বিপক্ষে জয় পায়নি বাংলাদেশ। তবে প্রতিপক্ষ কিংবা পরিসংখ্যান বিবেচনা না করে জয় দিয়ে আসর শুরু করতে চান বাংলাদেশ অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ। কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে সাতটায়।
ক্রিকেটের সংক্ষিপ্ত ফরমেটে একেবারে নাজুক টাইগারদের পরিসংখ্যান। ৭১ ম্যাচে মাত্র ২১ জয়। ঘরের মাঠে সব শেষ সিরিজেও সুখস্মৃতি নেই। শ্রীলঙ্কার কাছে হয়েছে হোয়াইট ওয়াস। এবার সেই শ্রীলঙ্কা সফরে নিজেদের ফিরে পাবার আশায় টিম বাংলাদেশ। প্রেমাদাসা স্টেডিয়ামে শেষবার জয় নিয়েই মাঠ ছেড়েছিল বাংলাদেশ ক্রিকেট দল।
এবার নেতৃত্বে মাহমুদুল্লাহ রিয়াদ। ঘুরে ফিরে আসছে বেঙ্গালুরুতে এক রানের হারের দুঃখ-গাথা। কিন্তু টাইগার অধিনায়ক অতীতকে ফেলে এসেছেন পেছনেই। ভারত কিছুটা খর্ব শক্তির। কিন্তু একাদশ নিয়ে ভাবনায় বাংলাদেশ। বিশেষ করে ওয়ান ডাউন ব্যাটিং পজিশন নিয়ে।
এদিকে নিদাহাস ট্রফির শুরুতে ব্যর্থ ভারত। হেরেছে লঙ্কানদের কাছে। সমীহ করছে বাংলাদেশকেও। সংবাদ সম্মেলনে মাহমুদুল্লাহ রিয়াদের কণ্ঠে একটা প্রত্যয় ছিল। তাই সাম্প্রতিক পারফরম্যান্সের হতাশা ভুলে ভিন্ন একটা দল হয়ে উঠবে বাংলাদেশ প্রত্যাশা টাইগার অধিনায়কের।