ধোনি অধিনায়কত্ব ছাড়ায় খুশি শেবাগ
ভারতীয় দলের পর কিছুদিন আগে আইপিএলে রাইজিং পুনে সুপারজায়ান্টসের নেতৃত্ব থেকেও সরে দাঁড়িয়েছেন মহেন্দ্র সিং ধোনি। আর এতে খুশি হয়েছেন ধোনির এক সময়ের জাতীয় দল সতীর্থ ও প্রাক্তন ওপেনার বীরেন্দর শেবাগ।
শেবাগের খুশির কারণটা যদিও ধোনির ওপর কোনো ‘আক্রোশ’ থেকে নয়। টেস্টে ভারতের প্রথম ট্রিপল সেঞ্চুরিয়ান মজা করে বলেছেন, ধোনি অধিনায়কত্ব ছাড়ায় তার দল পুনেকে হারাতে সহজে হবে কিংস ইলেভেন পাঞ্জাবের।
একটা সময়ে কিংস ইলেভেন পাঞ্জাবের হয়ে খেলেছেন, এখন দলটির ক্রিকেট অপারেশন বিভাগের প্রধানের দায়িত্ব পালন করছেন শেবাগ। প্রতিপক্ষ দল পুনের নেতৃত্ব থেকে ধোনির মতো অভিজ্ঞ অধিনায়ক থেকে সরে যাওয়ায় শেবাগের এই উচ্ছ্বাস, ‘ধোনি অধিনায়ক না থাকায় আমি খুশি। কারণ এখন আমার দল কিংস ইলেভেন পাঞ্জাব পুনেকে সহজে হারাতে পারবে।’
ধোনির অধিনায়কত্ব ছাড়ার বিষয়টি ফ্র্যাঞ্চাইজিটির অভ্যন্তরীণ বিষয় বলে মনে করেন শেবাগ, ‘আমি মনে করি এটা ফ্র্যাঞ্চাইজিটির অভ্যন্তরীণ সিদ্ধান্ত। তবে ধোনি ভারতের সর্বকালের সেরা অধিনায়কদের একজন।’