Sobujbangla.com | ঘরে মাঠে বড় দলগুলো বিপক্ষে দাপুটে বাংলাদেশ। পাকিস্তান, ভারত, সাউথ আফ্রিকার মতো দলগুলোকেও উড়িয়ে দেয় টাইগাররা।
News Head
 আবারও সহযোগিতা করল যুক্তরাষ্ট্র, রোহিঙ্গাদের জন্য ২ হাজার কোটি টাকার অজিত সহায়তা দেবে যুক্তরাষ্ট্র। আওয়ামী লীগের, সাবেক এমপি আউয়াল গ্রেপ্তার। পুলিশের ওপেন হাউজডে-মতবিনিময় সভা দোয়ারাবাজারে । সাংবাদিক তুরাব হত্যা মামলার আসামি ওসি মঈনকে ছেড়ে দেয়ায় সিলেট ক্ষোভ। ৮ দফা দাবিতে সিলেটে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান। গ্রেফতার ২ ধর্ষণ স্কুলছাত্রী অভিযোগে কমলগঞ্জে। উনিশ উপজেলার নির্বাচন স্থগিত। ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্ত সাড়ে ৩৭ লাখ মানুষ, বিধ্বস্ত ৩৫ হাজার ঘরবাড়ি’। এগারো উপজেলার চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানরা শপথ নিলেন। সিলেটে ওসমানী বিমানবন্দরে আটকা পড়েছে ৬টি ফ্লাইট।

ঘরে মাঠে বড় দলগুলো বিপক্ষে দাপুটে বাংলাদেশ। পাকিস্তান, ভারত, সাউথ আফ্রিকার মতো দলগুলোকেও উড়িয়ে দেয় টাইগাররা।

  |  ১৫:২৪, অক্টোবর ২৪, ২০১৭

ঘরে মাঠে বড় দলগুলো বিপক্ষে দাপুটে বাংলাদেশ। পাকিস্তান, ভারত, সাউথ আফ্রিকার মতো দলগুলোকেও উড়িয়ে দেয় টাইগাররা। কিন্তু দেশের বাইরে খেলতে গেলেই ঘটে ছন্দপতন। দক্ষিণ আফ্রিকায়ও দেখা গেল অন্য বাংলাদেশকে। সাউথ আফ্রিকার বিপক্ষে টেস্টে ভরাডুবির পর ওয়ানডে সিরিজটিও হেরেছে বাজেভাবে। শেষ ওয়ানডেতে হারতে হয়েছে ২০০ রানের ব্যবধানে। হারতে হারতে আত্মবিশ্বাসের তলানিতে পৌঁছে গেছে টাইগাররা।

আর স্বাভাবিকভাবেই এমন হারের পর মনঃক্ষুণ্ণ থাকার কথা বাংলাদেশি ক্রিকেটারদের। কিন্তু হয়েছে ঠিক তার উল্টো। ২০০ রানে হারার কয়েক ঘন্টার মধ্যে নিয়ম ভেঙ্গে ক্যাসিনোতে গেছে বাংলাদেশের তিন ক্রিকেটার। তারা হলেন, তাসকিন, শফিউল, নাসির হোসেন।

বাংলাদেশের একটি জনপ্রিয় ইংরেজি দৈনিকের বরাতে জানা গেছে, রোববার ম্যাচ শেষের কয়েক ঘণ্টার মধ্যেই ইস্ট লন্ডনের একটি ক্যাসিনোতে চলে গেছেন ফাস্ট বোলার তাসকিন আহমেদ, পেসার শফিউল ইসলাম ও অলরাউন্ডার নাসির হোসেন।

নিয়ম অনুযায়ী রাত ১০টার মধ্যে দলের সবার হোটেলে থাকার কথা। কিন্তু তৃতীয় ওয়ানডেতে ২০০ রানেও হেরে সেই রাতে নিয়ম মানেননি তারা। রাত ১১টা পর্যন্ত হোটেলে ফেরেননি তারা।

অভিযুক্ত তিন ক্রিকেটারের ব্যাপারে অবগত নন দলের ম্যানেজার মিনহাজুল আবেদীন নান্নু। নান্নু জানান, ‘এই ব্যাপারে আমি তাদের জিজ্ঞেস করে জানলাম, ওরা রাতের খাবার খেতে গিয়েছিল। সেখানে যদি ক্যাসিনো থাকে, ওখান দিয়ে তো যেতেই পারে। তবে আমাকে ওরা বলেছে, জুয়া খেলার মতো কিছু করেনি। আর সেখানে দক্ষিণ আফ্রিকার ডি ভিলিয়ার্স, রাবাদারা ছিল। তাদের সঙ্গেও আড্ডা দিয়েছে তাই দেরি হয়েছে।’

তবে ঘটনাটি এখানেই শেষ নয়, এটির তদন্ত করেই ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন নান্নু। তিনি জানান, ‘আমি এয়ারপোর্টে ওদের মৌখিকভাবে জিজ্ঞেস করেছি। ব্লুমফন্টেইনে গিয়ে যখন টিম মিটিং হবে, সেখানে এসব নিয়ে তিনজনকে বিস্তারিত জিজ্ঞেস করা হবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ