কাতালুনিয়ার স্বায়ত্তশাসন স্থগিত করার ঘোষণা দিয়েছে। ডাকা হয়েছে মন্ত্রীপরিষদের বৈঠক।
স্পেন সরকার শনিবার থেকেই কাতালুনিয়ার স্বায়ত্তশাসন স্থগিত করার ঘোষণা দিয়েছে। ডাকা হয়েছে মন্ত্রীপরিষদের বৈঠক। স্বাধীনতার প্রশ্নে কাতালান প্রেসিডেন্ট আঞ্চলিক পার্লামেন্টে গণভোট আয়োজনের হুঁশিয়ারি দেয়ার পরই, এ সিদ্ধান্ত নেয়া হয়।
এদিকে, স্বাধীনতার প্রশ্নে কাতালান নেতা কার্লোস পুইদেমন্ত ইউরোপীয় ইউনিয়নের মধ্যস্থতা কামনা করলেও, তা নাকচ করে দিয়েছেন ইউরোপীয় কাউন্সিলের প্রধান ডোনাল্ড ট্রাস্ক। বৃহস্পতিবার ব্রাসেলসে ইইউ কমিশনের প্রেসিডেন্ট জ্যঁ ক্লদ জাঙ্কারের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে টাস্ক একথা বলেন।
ইউরোপীয় ইউনিয়নের বার্ষিক সম্মেলনে জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল, ফরাসি প্রেসিডেন্ট ইমান্যুয়েল ম্যাক্রোঁসহ অন্যান্য জোট নেতারা স্পেনের অখণ্ডতার পক্ষে তাদের অবস্থানের কথা জানান। তবে কাতালোনিয়ার স্বাধীনতাকে সমর্থন না দেয়ার মধ্য দিয়ে পশ্চিমের দ্বিচারিতা স্পষ্ট হয়েছে বলে কটাক্ষ করেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।