কেমন হতে পারে বাংলাদেশ একাদশ
প্রথমেই বাংলাদেশ দলের জন্য দুঃসংবাদ, কাটার-মাস্টার মুস্তাফিজুর রহমানের ছিটকে পড়া। চোটের কারণে কাম্বার্লিতে সিরিজের প্রথম ওয়ানডেতে খেলতে পারবেন না এই বাঁহাতি পেসার। তাই এখন আলোচনায়, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এ ম্যাচের বাংলাদেশ একাদশে কারা থাকছেন? বিশেষ করে ওপেনিংয়ে তামিম ইকবাল খেলতে পারবেন কি না, আর খেললেও এ ক্ষেত্রে তাঁর সঙ্গী কে থাকছেন—তা নিয়ে চুলচেরা বিশ্লেষণ হচ্ছে।
ওপেনিংয়ে তামিম খেলতে পারলে তাঁর সঙ্গী হতে পারেন সৌম্য সরকার। এ ছাড়া মাশরাফি বিন মুর্তজা, মাহমুদউল্লাহ, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান ও সাব্বির রহমান খেলছেন—এটা ধরেই নেওয়া যায়। থাকতে পারেন অলরাউন্ডার নাসির হোসেনও।
আর পেসার তাসকিন আহমেদ ও রুবেল হোসেনের খেলার সম্ভাবনা প্রবল। তবে মুস্তাফিজের জায়গায় তরুণ অলরাউন্ডার সাইফুদ্দিন খেললে অবাক হওয়ার কিছু থাকবে না। তবে সাইফুদ্দিনকে শেষ পর্যন্ত খেলানো না হলে সে ক্ষেত্রে ইমরুল কায়েস ও লিটন দাসের মধ্য থেকে একজনকে খেলানো হতে পারে।
সাইফুদ্দিন এরই মধ্যে দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেললেও ওয়ানডে ও টেস্ট ক্রিকেটে এখনো অভিষেক হয়নি তাঁর। গত এপ্রিলে শ্রীলঙ্কার বিপক্ষে দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেললেও খুব একটা সাফল্য পাননি তিনি।
আজ রোববার সিরিজের প্রথম ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে বাংলাদেশ। কাম্বার্লিতে বাংলাদেশ সময় দুপুর ২টায় শুরু হবে ম্যাচটি। প্রোটিয়াদের বিপক্ষে তাদেরই মাটিতে এটি বাংলাদেশের ১২তম ওয়ানডে।
সম্ভাব্য বাংলাদেশ একাদশ : তামিম ইকবাল, সৌম্য সরকার, মাহমুদউল্লাহ, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, সাব্বির রহমান, নাসির হোসেন, মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), তাসকিন আহমেদ, রুবেল হোসেন ও সাইফুদ্দিন