Sobujbangla.com | গ্রেফতার হয়েছিলেন গতকাল (সোমবার) সকালে ব্রিস্টলে একটি ঘটনার জেরে পুলিশ তাকে গ্রেফতার করে।
News Head
 আবারও সহযোগিতা করল যুক্তরাষ্ট্র, রোহিঙ্গাদের জন্য ২ হাজার কোটি টাকার অজিত সহায়তা দেবে যুক্তরাষ্ট্র। আওয়ামী লীগের, সাবেক এমপি আউয়াল গ্রেপ্তার। পুলিশের ওপেন হাউজডে-মতবিনিময় সভা দোয়ারাবাজারে । সাংবাদিক তুরাব হত্যা মামলার আসামি ওসি মঈনকে ছেড়ে দেয়ায় সিলেট ক্ষোভ। ৮ দফা দাবিতে সিলেটে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান। গ্রেফতার ২ ধর্ষণ স্কুলছাত্রী অভিযোগে কমলগঞ্জে। উনিশ উপজেলার নির্বাচন স্থগিত। ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্ত সাড়ে ৩৭ লাখ মানুষ, বিধ্বস্ত ৩৫ হাজার ঘরবাড়ি’। এগারো উপজেলার চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানরা শপথ নিলেন। সিলেটে ওসমানী বিমানবন্দরে আটকা পড়েছে ৬টি ফ্লাইট।

গ্রেফতার হয়েছিলেন গতকাল (সোমবার) সকালে ব্রিস্টলে একটি ঘটনার জেরে পুলিশ তাকে গ্রেফতার করে।

  |  ১৫:১০, সেপ্টেম্বর ২৬, ২০১৭

ইংল্যান্ডের টেস্ট দলের সহ-অধিনায়ক বেন স্টোকস গ্রেফতার হয়েছিলেন। গতকাল (সোমবার) সকালে ব্রিস্টলে একটি ঘটনার জেরে পুলিশ তাকে গ্রেফতার করে। তবে সকালেই তাকে ছেড়ে দেয়া হয়। মঙ্গলবার এক বিবৃতিতে ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ড-ইসিবি’র পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়।

এ ঘটনার জেরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চলমান ওয়ানডে সিরিজের চতুর্থ ম্যাচের দল থেকে বাদ পড়েছেন স্টোকস এবং অ্যালেক্স হেলস।

ইসিবির পক্ষ থেকে জানানো হয়, সহ-অধিনায়ক স্টোকস গ্রেফতার হয়েছেন এবং সকালে তাকে ছেড়ে দেয়ার আগ পর্যন্ত আটকে রাখা হয়। পুলিশের তদন্তে সহায়তার জন্য ব্রিস্টলে অ্যালেক্স হেলস গিয়েছেন বলেও ইসিবির বিবৃতিতে জানানো হয়েছে। এ ঘটনায় কোন অভিযোগ গঠন করা না হলেও তদন্ত চলছে। তবে ঠিক কি কারণে স্টোকসকে গ্রেফতার করা হয়েছে তা নিশ্চিত করেনি ইসিবি।

তবে পুলিশের স্টেটমেন্ট বলা হয়েছে, ‘শারীরিকভাবে ক্ষতি সাধনের অভিযোগে ২৬ বছর বয়সী এক জনকে আটক করা হয়েছে এবং তদন্তাধীন অবস্থায় তাকে ছেড়ে দেয়া হয়েছে।’

এদিকে বিবিসির খবরে বলা হয়েছে, ব্রিস্টলের একটি নাইটক্লাব থেকে ২৭ বছর বয়সী আহত একজনকে হাসপাতালে নেয়া হয়েছে। তার মুখে জখম ছিলো।

ধরনা করা হচ্ছে এ ঘটনার সঙ্গে স্টোকসের সম্পৃক্ততা ছিলো। এসময় নাইট ক্লাবে তার সঙ্গে ছিলেন হেলস।

এ বিভাগের অন্যান্য সংবাদ