Sobujbangla.com | শিক্ষা প্রতিমন্ত্রী তাহিরপুর শিশুশিক্ষার্থীদের পাঠদান করলেন।
News Head
 আবারও সহযোগিতা করল যুক্তরাষ্ট্র, রোহিঙ্গাদের জন্য ২ হাজার কোটি টাকার অজিত সহায়তা দেবে যুক্তরাষ্ট্র। আওয়ামী লীগের, সাবেক এমপি আউয়াল গ্রেপ্তার। পুলিশের ওপেন হাউজডে-মতবিনিময় সভা দোয়ারাবাজারে । সাংবাদিক তুরাব হত্যা মামলার আসামি ওসি মঈনকে ছেড়ে দেয়ায় সিলেট ক্ষোভ। ৮ দফা দাবিতে সিলেটে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান। গ্রেফতার ২ ধর্ষণ স্কুলছাত্রী অভিযোগে কমলগঞ্জে। উনিশ উপজেলার নির্বাচন স্থগিত। ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্ত সাড়ে ৩৭ লাখ মানুষ, বিধ্বস্ত ৩৫ হাজার ঘরবাড়ি’। এগারো উপজেলার চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানরা শপথ নিলেন। সিলেটে ওসমানী বিমানবন্দরে আটকা পড়েছে ৬টি ফ্লাইট।

শিক্ষা প্রতিমন্ত্রী তাহিরপুর শিশুশিক্ষার্থীদের পাঠদান করলেন।

  |  ১১:৩৪, মার্চ ১১, ২০২৪

সুনামগঞ্জ সফরে এসে শিশুশিক্ষার্থীদের পাঠদান করলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী রুমানা আলী। এসময় তিনি শিক্ষার্থীদের খোঁজ খবর নেন এবং ২১ ফেব্রুয়ারি ও ২৬ মার্চসহ বিভিন্ন বিষয়ে পাঠদান করেন। এসময় তিনি সকল শিক্ষার্থীদের নিয়মিত স্কুলে এসে পড়াশোনা করার জন্য পরামর্শ দেন,।
সোমবার সকাল সাড়ে ১০টায় সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন উমেদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করে প্রাক প্রাথমিক ও দ্বিতীয় শ্রেণির ছাত্র ছাত্রীদের পাঠদান করেন,।
এসময় শিক্ষকদেরকে সঠিক সময়ে স্কুল এসে পাঠদান করার নির্দেশনা দেন শিক্ষা প্রতিমন্ত্রী।
পরে তিনি স্কুল এলাকার পাশের বাসিন্দাদের সাথে কথা বলেন এবং নিয়মিত সন্তানদের স্কুলে পাঠানো ও পাঠদান করা হচ্ছে কিনা খোঁজখবর নেওয়া ও বাড়িতে এসেও যেন পড়াশোনা করে তার পরামর্শ দেন,।
এসময় সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রনজিত চন্দ্র সরকার, উপজেলা নির্বাহী কর্মকর্তা সালমা পারভিন, সুনামগঞ্জ জেলা এলজিইডি প্রকৌশলী মাহবুবুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবুল হোসেন খাঁ, ওসি মোহাম্মদ নাজিম উদ্দীনসহ সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ