Sobujbangla.com | কিশোর গ্যাংয়ের ৩৯ সদস্য গ্রেপ্তার রাজধানীতে।
News Head
 আবারও সহযোগিতা করল যুক্তরাষ্ট্র, রোহিঙ্গাদের জন্য ২ হাজার কোটি টাকার অজিত সহায়তা দেবে যুক্তরাষ্ট্র। আওয়ামী লীগের, সাবেক এমপি আউয়াল গ্রেপ্তার। পুলিশের ওপেন হাউজডে-মতবিনিময় সভা দোয়ারাবাজারে । সাংবাদিক তুরাব হত্যা মামলার আসামি ওসি মঈনকে ছেড়ে দেয়ায় সিলেট ক্ষোভ। ৮ দফা দাবিতে সিলেটে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান। গ্রেফতার ২ ধর্ষণ স্কুলছাত্রী অভিযোগে কমলগঞ্জে। উনিশ উপজেলার নির্বাচন স্থগিত। ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্ত সাড়ে ৩৭ লাখ মানুষ, বিধ্বস্ত ৩৫ হাজার ঘরবাড়ি’। এগারো উপজেলার চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানরা শপথ নিলেন। সিলেটে ওসমানী বিমানবন্দরে আটকা পড়েছে ৬টি ফ্লাইট।

কিশোর গ্যাংয়ের ৩৯ সদস্য গ্রেপ্তার রাজধানীতে।

  |  ১৯:৪৫, ফেব্রুয়ারি ১৭, ২০২৪

রাজধানীর মোহাম্মদপুর, আদাবর ও হাজারীবাগ এলাকায় বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকা কিশোর গ্যাংয়ের ৩৯ জনকে গ্রেপ্তার করেছে র‍্যাব। তাঁরা পাটালি গ্রুপ, লেভেল হাই, লও ঠেলাসহ বিভিন্ন গ্রুপের সদস্য। শনিবার রাজধানীর মোহাম্মদপুরের বসিলায় র‍্যাব-২ এর প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে অধিনায়ক অতিরিক্ত ডিআইজি আনোয়ার হোসেন এসব তথ্য জানান।
র‍্যাব জানায়, চাঁদাবাজি, মাদক বিক্রি, ছিনতাইসহ নানা সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ছিল মোহাম্মদপুরের বখাটে কিশোর চক্রের সদস্যরা। এই গ্রুপগুলোর সদস্যদের বিরুদ্ধে একাধিক মামলাও রয়েছে।
মোহাম্মদপুরে পাটালি গ্রুপ নামে একটি বখাটে কিশোর চক্র রয়েছে। গত সপ্তাহে আশরাফ নামে এক ব্যক্তিকে কুপিয়ে আহত করে এই চক্রের সদস্যরা। আশরাফের দাবি, পুলিশকে তথ্য দেওয়ায় এই হামলা।
এই ঘটনার পর অভিযানে নামে র‍্যাব। পরে অনুসন্ধানে বেরিয়ে আসে পাটালি ছাড়াও লেভেল হাই, লও ঠেলাসহ বেশ কয়েকটি বখাটে কিশোর চক্র মোহম্মদপুর এলাকায় অপরাধে জড়িত। প্রতিটি গ্রুপে ১৮ থেকে ২০ জন সদস্য রয়েছে।
সম্প্রতি পাটালি গ্রুপের পাঁচজন, লেভেল হাই গ্রুপের ছয়জন এবং লও ঠেলা গ্রুপের পাঁচজন গ্রেপ্তার হয়েছে। বিপুলসংখ্যক দেশী অস্ত্রও জব্দ করা হয়েছে।
সংবাদ সম্মেলনে র‍্যাব-২ এর অধিনায়ক আনোয়ার হোসেন বলেন, ‘প্রভাব বিস্তার, অন্যের ওপরে তাদের আধিপত্য বিস্তার, অর্থ উপার্জন, ছিনতাইয়ের মাধ্যমে অর্থ উপার্জন, মাদক ব্যবসার সাথে লিপ্ত হওয়া—এগুলো তাদের বেসিক কাজ।
এসব গ্রুপের সদস্যরা কেউ গাড়ির চালক ও সহকারী, দোকানের কর্মচারী কিংবা কেউ নির্মাণশ্রমিক। র‍্যাবের অভিযোগ, এসব পেশার আড়ালে ডাকাতি, ছিনতাই ও চাঁদাবাজি করে তারা।
আনোয়ার হোসেন বলেন, ‘১৫–২০ জনের একটি গ্রুপ। মাদক ব্যবসাসহ, ছিনতাই চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড এরা করে থাকে। চারটির বেশি মামলা এদের বিরুদ্ধে রয়েছে।’
পাটালি গ্রুপের বিরুদ্ধে ১১টি ও লেভেল হাই গ্রুপের বিরুদ্ধে ৮টি মামলা রয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ