Sobujbangla.com | ৫ দিন পর উদ্ধার শিশুর মরদেহ।
News Head
 আবারও সহযোগিতা করল যুক্তরাষ্ট্র, রোহিঙ্গাদের জন্য ২ হাজার কোটি টাকার অজিত সহায়তা দেবে যুক্তরাষ্ট্র। আওয়ামী লীগের, সাবেক এমপি আউয়াল গ্রেপ্তার। পুলিশের ওপেন হাউজডে-মতবিনিময় সভা দোয়ারাবাজারে । সাংবাদিক তুরাব হত্যা মামলার আসামি ওসি মঈনকে ছেড়ে দেয়ায় সিলেট ক্ষোভ। ৮ দফা দাবিতে সিলেটে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান। গ্রেফতার ২ ধর্ষণ স্কুলছাত্রী অভিযোগে কমলগঞ্জে। উনিশ উপজেলার নির্বাচন স্থগিত। ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্ত সাড়ে ৩৭ লাখ মানুষ, বিধ্বস্ত ৩৫ হাজার ঘরবাড়ি’। এগারো উপজেলার চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানরা শপথ নিলেন। সিলেটে ওসমানী বিমানবন্দরে আটকা পড়েছে ৬টি ফ্লাইট।

৫ দিন পর উদ্ধার শিশুর মরদেহ।

  |  ২০:৩৯, ফেব্রুয়ারি ১৫, ২০২৪

সিরাজগঞ্জের সলঙ্গায় নিখোঁজের ৫ দিন পর ধানখেতে পুঁতে রাখা ৯ বছরের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় সানজিদা খাতুন নামে ওই শিশুর সৎ বাবা শরিফুল ও প্রতিবেশী মামা হাসমতকে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে সলঙ্গা থানার অলিদহ পশ্চিমপাড়া এলাকার একটি ধানখেত থেকে ওই শিশুর মরদেহ উদ্ধার করা হয়। গ্রেপ্তারের পর তাঁরা হত্যার দায় স্বীকার করেছেন বলে জানায় পুলিশ। তাঁদের দেওয়া তথ্যমতে ওই শিশুর মরদেহ উদ্ধার করা হয়।
সানজিদা খাতুন আমশড়া গ্রামের শাহিনের মেয়ে। গ্রেপ্তার শরিফুল অলিদহ গ্রামের মো. নুরালের ছেলে ও হাসমত আলী একই গ্রামের আবু হানিফ শেখের ছেলে।
সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনামুল হক এসব তথ্য নিশ্চিত করেছেন।
ওসি জানান, প্রথম স্বামী শাহিনের সঙ্গে বিবাহ বিচ্ছেদ হওয়ার পর শরিফুলকে বিয়ে করেন সানজিদার মা জরিনা খাতুন। তিনি ছিলেন শরিফুলের চতুর্থ স্ত্রী। তাঁদের মধ্যে পারিবারিক দ্বন্দ্বের জেরে দেড় মাস আগে শ্বশুরবাড়ি ছেড়ে বাবারবাড়ি চলে যান জরিনা। শরিফুল তাঁকে ফিরিয়ে আনতে অনেক চেষ্টা করেন। কিন্তু ফিরে না আসায় জরিনার প্রতিবেশী ভাই হাসমতের শরণাপন্ন হন শরিফুল।
সানজিদাকে অপহরণের জন্য শরিফুলকে পরামর্শ দেন হাসমত আলী। সে অনুযায়ী অপহরণের পরিকল্পনা করেন তাঁরা। পরিকল্পনা অনুযায়ী গত ১০ ফেব্রুয়ারি মাদ্রাসায় যাওয়ার পথে হাসমত ও শরিফুল সানজিদাকে অপহরণের চেষ্টা করেন। চিপসের প্রলোভন দেখিয়ে তাকে তুলে নেওয়ার চেষ্টা করেন। কিন্তু ওই সময় সানজিদা চিৎকার করলে তাকে গলাটিপে হত্যা করেন তাঁরা। এরপর কবরস্থানের জঙ্গলে মরদেহ ফেলে রেখে যান। পরে ওই রাতেই তাঁরা মরদেহ পাশের একটি ধানখেতে পুঁতে রাখেন।
এদিকে অনেক খোঁজাখুঁজির পর সানজিদার সন্ধান না পেয়ে গত ১১ ফেব্রুয়ারি তার নানা জহুরুল ইসলাম থানায় জিডি করেন।
ওসি এনামুল আরও বলেন, জিডি হওয়ার পর পুলিশ অনুসন্ধান চালিয়ে ওই দুজনকে গ্রেপ্তার করে। জিজ্ঞাসাবাদে তাঁরা হত্যার দায় স্বীকার করেন। তাঁদের দেওয়া তথ্যমতে ধানখেতে পুঁতে রাখা অবস্থায় সানজিদার মরদেহ উদ্ধার করা হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ