জাফলংয়ের পিয়াইন নদীর অবৈধ ভাবে বালু উত্তোলনে টাস্কফোর্সের অভিযানে ৩ টি নৌকা জব্দ।
সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ের পিয়াইন নদীর অবৈধ ভাবে ইঞ্জিনচালিত নৌকা দিয়ে বালু উত্তোলনের দায়ে টাস্কফোর্সের অভিযান পরিচালনা করা হয়েছে। বুধবার (২৬ জুলাই) দুপুরে জাফলং চা বাগান এলাকায় এই অভিযান পরিচালনা করেন গোয়াইনঘাটের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তানভীর হোসেন। অবৈধ ভাবে জাফলং পিয়াইন নদীর সংলগ্ন চা বাগান এলাকায় ইঞ্জিনচালিত নৌকা দিয়ে বালু উত্তোলনের খবর পেয়ে তাৎক্ষণিক ভাবে টাস্কফোর্স গঠন করে জাফলং পিয়াইন নদীর চাবাগান এলাকায় এই অভিযান পরিচালনা করার কথা জানান তিনি। অবৈধভাবে বালু উত্তোলনের কাজে ব্যবহৃত ৩টি ইঞ্জিনচালিত নৌকার জব্দ করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন গোয়াইনঘাট থানার এসআই এমরুল কবির এ এস আই সাদ্দাম সহ পুলিশ সদস্যরা। অভিযান শেষে গোয়াইনঘাটের সহকারি কমিশনার (ভূমি) মো. তানভীর হাসান বলেন, অবৈধভাবে বালু উত্তোলনের খবর পেয়ে টাস্কফোর্সের অভিযান চালিয়ে বালু উত্তোলনের কাজে ব্যবহৃত ৩টি ইঞ্জিনচালিত নৌকা আটক করা হয়েছে। আইন অনুযায়ী ইঞ্জিনচালিত নৌকার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। এবং অবৈধ ভাবে বালু, পাথর উত্তোলন বন্ধে উপজেলা প্রশাসনে ধারাবাহিক অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।