Sobujbangla.com | গণতন্ত্র ও আইনের শাসন নেই : সিলেটে জামায়াত।
News Head

গণতন্ত্র ও আইনের শাসন নেই : সিলেটে জামায়াত।

  |  ১৯:৫৫, জুলাই ২১, ২০২৩

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম বলেছেন, দেশ জাতি আজ চরম ক্রান্তিকাল অতিবাহিত করছে। জাতির এই কঠিন সময়ে জামায়াত গণতন্ত্র পুনরুদ্ধার, মানুষের ভোট ও ভাতের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে শান্তিপূর্ণ কর্মসূচী নিয়ে রাজপথে রয়েছে। নিরপেক্ষ সরকার ব্যবস্থা পুনর্বহাল, আমীরে জামায়াত ডা. শফিকুর রহমানসহ শীর্ষ জামায়াত নেতৃবৃন্দ ও কারান্তরীণ আলেম-উলামাদের মুক্তি, নিত্যপণ্যের উর্ধ্বগতি রোধ, ঘন ঘন লোডশেডিং, দফায় দফায় বিদ্যুৎ ও জ্বালানীর মূল্যবৃদ্ধির ফলে নাগরিক জীবন অতিষ্ঠ, বিদেশে পাচারকরা টাকা দেশে ফিরিয়ে আনা ও পাচারকারীদের শাস্থি প্রদান, ডিজিটাল নিরাপত্তা আইনের নামে সাংবাদিক দমন পীড়ন বন্ধ ও বন্ধ করে দেয়া ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়া সমূহ খুলে দেয়া সহ জনসংশ্লিষ্ট ১০ দফা দাবীতে পুলিশ কর্তৃক ২য় বারের মতো জামায়াতের জনসভায় অনুমতি না দেয়ার ঘটনায় সিলেটবাসী বিস্মিত। এর মাধ্যমে আরেকবার প্রমাণ হলো দেশে নাগরিক অধিকার, গণতন্ত্র ও আইনের শাসন নেই বললেই চলে। এর মাধ্যমে স্থানীয় প্রশাসন একদিকে তাদের নিরপেক্ষতা হারিয়েছেন। অপরদিকে তারা যে কতৃত্ববাদী সরকারের আজ্ঞাবহ হয়ে বিরোধী মত প্রকাশে বাধার সৃষ্টি করছেন তা প্রমাণিত হয়েছে। তিনি শুক্রবার সকাল সাড়ে ১১টায় নগরীর বন্দরবাজারস্থ মহানগর জামায়াত কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এ সব কথা বলেন। ২১ জুলাই শুক্রবার রেজিস্টারি মাঠে জামায়াত ঘোষিত শান্তিপূর্ণ জনসভায় স্থানীয় প্রশাসন কর্তৃক ২য় বারের মতো অনুমতি না দেয়ার প্রেক্ষিতে সিলেট মহানগর জামায়াতের উদ্যোগে উক্ত সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে সিলেটে কর্মরত বিভিন্ন ইলেক্ট্রনিক, প্রিন্ট ও অনলাইন মিডিয়ার সাংবাদিকৃবন্দ উপস্থিত ছিলেন। লিখিত বক্তব্যে মুহাম্মদ ফখরুল ইসলাম বলেন, ১ম বার গত ১৫ জুলাই শনিবার বেলা ২টায় সিলেট মহানগর জামায়াতের শান্তিপূর্ণ জনসভা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু একদিন আগে শুক্রবার রাতে এসএমপির পক্ষ থেকে জনসভার অনুমতি দেয়া হয়নি বলে আমাদেরকে মৌখিকভাবে অবহিত করা হয়। এর প্রেক্ষিতে ১৫ জুলাই সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত তুলে ধরা হয় এবং ২১ জুলাই শুক্রবার জনসভার পরবর্তী তারিখ ঘোষণা করা হয়। পুনরায় এসএমপি কমিশনার বরাবরে ২১ জুলাইয়ের জনসভার ব্যাপারে অনুমতি ও সহযোগিতা কামনা করে আবেদন করা হয়। ২০ জুলাই বৃহস্পতিবার আমাদের নগর জামায়াতের একটি প্রতিনিধি দল পুলিশ কমিশনার কার্যালয়ে উর্ধ্বতন কর্মকর্তাদের সাথে সাক্ষাৎ করেন এবং জনসভা সফলে অনুমতি সহযোগিতার জন্য আবারো অনুরোধ করেন। কিন্তু বিস্ময়ের বিষয় যে, বৃহস্পতিবার রাত পর্যন্ত আমাদের জনসভার অনুমতি দেয়া হয়নি। ইতোমধ্যে  ২২ জুলাই চট্টগ্রামের লালদীঘি ময়দানেও জামায়াতের জনসভার অনুমতি দেয়া হয়নি। কিন্তু বার বার কোন কারণে আমাদের জনসভার অনুমতি দেয়া হয়নি সেই বিষয়টি আমাদের বোধগম্য নহে। জাতির চরম ক্রান্তিলগ্নে পুলিশ প্রশাসনের এমন সিদ্ধান্তে সিলেটবাসী বিস্মিত, হতবাক এবং জনগণ গভীরভাবে উদ্বিগ্ন। সিলেটে ২য় বারের মতো জনসভার অনুমতি না দেয়ায় উদ্ভুত পরিস্থিতিতে আমাদের বক্তব্য জাতির সামনে তুলে ধরতেই এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, সিলেট মহানগর জামায়াতের নায়েবে আমীর মাওলানা সোহেল আহমদ, সিলেট জেলা দক্ষিণের নায়েবে আমীর ও সাবেক দক্ষিণ সুরমা উপজেলা চেয়ারম্যান মাওলানা লোকমান আহমদ, জেলা উত্তরের সেক্রেটারী ও সাবেক জৈন্তাপুর উপজেলা চেয়ারম্যান জয়নাল আবেদীন, সিলেট মহানগর সহকারী সেক্রেটারী এডভোকেট মোহাম্মদ আব্দুর রব ও ড. নুরুল ইসলাম বাবুল, সিলেট জেলা দক্ষিণের সহকারী সেক্রেটারী ও সাবেক গোলাপগঞ্জ উপজেলা চেয়ারম্যান
হাফিজ নজমুল ইসলাম প্রমূখ।

এ বিভাগের অন্যান্য সংবাদ