Sobujbangla.com | তথ্য দিলেন ডিবি প্রধান, হিরো আলমের ওপর হামলাকারীদের বিষয়ে।
News Head
 আবারও সহযোগিতা করল যুক্তরাষ্ট্র, রোহিঙ্গাদের জন্য ২ হাজার কোটি টাকার অজিত সহায়তা দেবে যুক্তরাষ্ট্র। আওয়ামী লীগের, সাবেক এমপি আউয়াল গ্রেপ্তার। পুলিশের ওপেন হাউজডে-মতবিনিময় সভা দোয়ারাবাজারে । সাংবাদিক তুরাব হত্যা মামলার আসামি ওসি মঈনকে ছেড়ে দেয়ায় সিলেট ক্ষোভ। ৮ দফা দাবিতে সিলেটে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান। গ্রেফতার ২ ধর্ষণ স্কুলছাত্রী অভিযোগে কমলগঞ্জে। উনিশ উপজেলার নির্বাচন স্থগিত। ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্ত সাড়ে ৩৭ লাখ মানুষ, বিধ্বস্ত ৩৫ হাজার ঘরবাড়ি’। এগারো উপজেলার চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানরা শপথ নিলেন। সিলেটে ওসমানী বিমানবন্দরে আটকা পড়েছে ৬টি ফ্লাইট।

তথ্য দিলেন ডিবি প্রধান, হিরো আলমের ওপর হামলাকারীদের বিষয়ে।

  |  ০৯:৫৩, জুলাই ২০, ২০২৩

ঢাকা-১৭ উপনির্বাচনে ভোটকেন্দ্র পরিদর্শনের সময় স্বতন্ত্র প্রার্থী মো. আশরাফুল হোসেন ওরফে হিরো আলমের ওপর হামলায় এখন পর্যন্ত ৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ। তারা সবাই ট্রাক শ্রমিক। বৃহস্পতিবার (২০ জুলাই) ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন অর রশিদ সাংবাদিকদের এসব তথ্য জানান। তিনি বলেন, এ ঘটনায় জড়িত আরও কয়েকজন নজরদারিতে আছে। তাদেরও গ্রেফতার করা হবে। ডিবি প্রধান হারুন জানান, বনানী থানায় করা হিরো আলমকে হত্যাচেষ্টা মামলায় এখন পর্যন্ত নয়জনকে গ্রেফতার করা হয়েছে। আরও কয়েকজন নজরদারিতে আছে। যাদের গ্রেফতার করা হয়েছে, তারা সবাই ট্রাকশ্রমিক। তেজগাঁও ট্রাকস্ট্যান্ডে তারা কাজ করেন। এ ঘটনায় কাউকে ছাড় দেয়া হবে না বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেন গোয়েন্দা পুলিশের এই ঊর্ধ্বতন কর্মকর্তা। এর আগে গ্রেফতার হওয়া সাতজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন: বর্তমানে মহাখালী ওয়্যারলেস গেট এলাকায় বসবাস করা গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ছানোয়ার কাজী (২৮), খিলক্ষেতের মধ্যপাড়ার বর্তমান বাসিন্দা ও গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার সোহেল মোল্লা (২৫), মিরপুর-১১ নম্বরে থাকা গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার বিপ্লব হোসেন (৩১), বনানীতে বসবাস করা গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার মাহমুদুল হাসান মেহেদী (২৭), তেজগাঁও পূর্ব নাখালপাড়ার বর্তমান বাসিন্দা ও গোপালগঞ্জ সদরের মোজাহিদ খান (২৭), কড়াইল বস্তির মোশারফ বাজারে বাস করা কুমিল্লা হোমনা থানার মো. আশিক সরকার (২৪) এবং একই বস্তির শরীয়তপুরের জাজিরা থানার মো. হৃদয় শেখ (২৪)। এর মধ্যে দুই আসামি ছানোয়ার কাজী ও বিপ্লব হোসেনের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। অন্য পাঁচ আসামিকে কারাগারে আটক রাখার নির্দেশ দিয়েছেন ম্যাজিস্ট্রেট আরফাতুল রাকিব। এর আগে হিরো আলমের ওপর হামলার ঘটনায় অজ্ঞাতনামা ১৫-২০ জনকে আসামি করে বনানী থানায় মামলা করেন হিরো আলমের ব্যক্তিগত সহকারী মো. সুজন রহমান শুভ। মামলার এজাহারে বলা হয়, ‘ঘটনার দিন বিকাল সাড়ে ৩টার দিকে বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজ ভোটকেন্দ্র পরিদর্শন শেষে বের হওয়ার সময় কয়েকজন লোক তাদের দেখে গালাগালি শুরু করে। একপর্যায়ে তারা হিরো আলমকে হত্যার উদ্দেশ্যে মারধর শুরু করে। তাকে রাস্তায় ফেলে কিল-ঘুষি ও লাথি মেরে শরীরের বিভিন্ন স্থানে জখম করে।’ এর আগে সোমবার (১৭ জুলাই) বিকাল সাড়ে ৩টার দিকে ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে ভোট চলাকালে বনানী এলাকায় মারধরের শিকার হন হিরো আলম। বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজের সামনে তাকে মারধর করা হয়। এ সময় হামলাকারীরা হিরো আলমকে ধাওয়া দিয়ে মারতে মারতে সেখান থেকে কিছুদূর পর্যন্ত নিয়ে যায়। পরে একটি গাড়িতে উঠে ঘটনাস্থল থেকে চলে যান হিরো আলম।

এ বিভাগের অন্যান্য সংবাদ