Sobujbangla.com | মোবাইল কোর্টের অভিযান।
News Head
 আবারও সহযোগিতা করল যুক্তরাষ্ট্র, রোহিঙ্গাদের জন্য ২ হাজার কোটি টাকার অজিত সহায়তা দেবে যুক্তরাষ্ট্র। আওয়ামী লীগের, সাবেক এমপি আউয়াল গ্রেপ্তার। পুলিশের ওপেন হাউজডে-মতবিনিময় সভা দোয়ারাবাজারে । সাংবাদিক তুরাব হত্যা মামলার আসামি ওসি মঈনকে ছেড়ে দেয়ায় সিলেট ক্ষোভ। ৮ দফা দাবিতে সিলেটে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান। গ্রেফতার ২ ধর্ষণ স্কুলছাত্রী অভিযোগে কমলগঞ্জে। উনিশ উপজেলার নির্বাচন স্থগিত। ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্ত সাড়ে ৩৭ লাখ মানুষ, বিধ্বস্ত ৩৫ হাজার ঘরবাড়ি’। এগারো উপজেলার চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানরা শপথ নিলেন। সিলেটে ওসমানী বিমানবন্দরে আটকা পড়েছে ৬টি ফ্লাইট।

মোবাইল কোর্টের অভিযান।

  |  ২২:০৮, জুলাই ১৬, ২০২৩

সিলেটের বালাগঞ্জের দেওয়ানবাজার ইউনিয়নের ভেড়াঘাগটিয়া বিল জলমহালে আকষ্মিক মোবাইল কোর্ট পরিচালনা করে ৩ লক্ষ টাকা মূল্যের অবৈধ জাল এবং ওই ইউনিয়নের হাসান আহমদ (বনগাঁও) নামীয় একজনকে ১ হাজার টাকা জরিমানা করা হয়। প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেট উপজেলা নির্বাহী কর্মকর্তা রোজিনা আক্তার দিকনির্দেশনায় উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সুমাইয়া ফেরদৌস এর নেতৃত্বে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। হাওড় অধ্যুষিত অঞ্চলে দেশীয় প্রজাতির মাছ রক্ষা কার্যক্রমের অংশ হিসেবে রবিবার দুপুর থেকে সন্ধ্যা অবধি এ অভিযানে তিন লক্ষ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারী (ম্যাজিক), বস্তা জাল, মশারী (কাপড়ী) জাল জব্দ করে জনসম্মুখে পুড়ানো হয়। অভিযানে উপজেলা জ্যেষ্ঠ মৎস্য দপ্তরের বাস্তবায়নে বালাগঞ্জ উপজেলা দেওয়ানবাজার ইউনিয়নের ভেড়াঘাগটিয়া বিল জলমহাল ও এর আশপাশ এলাকায় প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেট উপজেলা নির্বাহী কর্মকর্তা রোজিনা আক্তার দিকনির্দেশনায় উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সুমাইয়া ফেরদৌস এর নেতৃত্বে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। পরিচালনা শেষে তিনলক্ষ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারী (ম্যাজিক), বস্তা জাল, মশারী (কাপড়ী) জাল উপজেলা পরিষদ প্রাঙ্গণে জনসম্মুখে পুড়িয়ে বিনষ্ট করা হয়। অভিযান পরিচালনার সময় উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা নির্মল চন্দ্র বনিক ও বালাগঞ্জ থানার একদল পুলিশ সদস্য উপস্থিত ছিলেন। জনসম্মুখে জাল পুড়ানোর সময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রেসক্লাবের সভাপতি রজত চন্দ্র দাস ভূলন, ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশন কর্মকর্তা রাজিব সরদার, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা নুরুজ্জামান, সাংবাদিকবৃন্দ প্রমুখ। অভিযান শেষে উপজেলা উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সুমাইয়া ফেরদৌস বলেন, দেওয়ানবাজার ইউনিয়নের ভেড়াঘাগটিয়া বিল জলমহাল ও আশপাশ এলাকায় ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করে অবৈধ জাল গুলো জব্দ করে জনসম্মুখে পুড়ে বিনষ্ট করা হয়। অবৈধ জাল দিয়ে ছোট মাছের পোনা ও মা মাছ ধরে ফেললে মাছের সংকট এবং আমিষের ঘাটতি দেখা দিবে। পরিশেষে সবাইকে মা মাছ ও ছোট পোনা মাছ না ধরার আহ্বান জানান তিনি।

এ বিভাগের অন্যান্য সংবাদ