Sobujbangla.com | নির্মান শ্রমিক হত্যাকাণ্ডে গ্রেফতার ৫।
News Head
 আবারও সহযোগিতা করল যুক্তরাষ্ট্র, রোহিঙ্গাদের জন্য ২ হাজার কোটি টাকার অজিত সহায়তা দেবে যুক্তরাষ্ট্র। আওয়ামী লীগের, সাবেক এমপি আউয়াল গ্রেপ্তার। পুলিশের ওপেন হাউজডে-মতবিনিময় সভা দোয়ারাবাজারে । সাংবাদিক তুরাব হত্যা মামলার আসামি ওসি মঈনকে ছেড়ে দেয়ায় সিলেট ক্ষোভ। ৮ দফা দাবিতে সিলেটে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান। গ্রেফতার ২ ধর্ষণ স্কুলছাত্রী অভিযোগে কমলগঞ্জে। উনিশ উপজেলার নির্বাচন স্থগিত। ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্ত সাড়ে ৩৭ লাখ মানুষ, বিধ্বস্ত ৩৫ হাজার ঘরবাড়ি’। এগারো উপজেলার চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানরা শপথ নিলেন। সিলেটে ওসমানী বিমানবন্দরে আটকা পড়েছে ৬টি ফ্লাইট।

নির্মান শ্রমিক হত্যাকাণ্ডে গ্রেফতার ৫।

  |  ২০:০৬, জুন ১০, ২০২৩

সিলেট ওসমানী হাসপাতালে নির্মান শ্রমিক নয়ন (২০) হত্যাকাণ্ডের ঘটনায় ৫ঘাতককে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হচ্ছে- নিাজপুরের বিরল থানার তেঘরার আনিছুর রহমা’র পুত্র মোঃ রুবেল ইসলাম (৩২), কুড়িগ্রাম জেলার কচাকাটা থানার নারায়নপুরের আব্দুর রহমানের পুত্র আমিনুল ইসলাম (৩০), বগুড়া জেলার শিবগঞ্জ থানার হুদ্ধাবালা গুজিয়া বাজার-এর মৃত আলা উদ্দিনের পুত্র আব্দুর রাজ্জাক (৩৭),কুড়িগ্রাম জেলার কচাকাটা থানার নারায়ণপুরের শহিদ মিয়ার পুত্র আয়নাল হক (২৫), কুড়িগ্রাম জেলার কচাকাটা থানার নারায়ণপুরের ময়নাল হকের পুত্র শাবান আলী (২৬। গ্রেফতারকৃতরা এম জামাল এন্ড কোম্পানী লিঃ নামে ঠিকাদারী প্রতিষ্ঠানের কর্মকর্তা ও কর্মচারী।
শুক্রবার রাত থেকে শনিবার পর্যন্ত পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
শুক্রবার (৯ জুন) সকালে ওসমানী হাসপাতালের নির্মানাধীন ক্যান্সার ভবনে এ হত্যাকাণ্ড ঘটে। ঘাতকরা চুরির অভিযোগ তুলে নয়নসহ দুজনকে বেদম মারপিট করে। এ মারপিটের কারণেওইদিনই নয়নের মৃত্যু ঘটে। নিহত নয়ন মিয়া বিশ্বনাথ উপজেলার আবদুল জলিলের ছেলে । এ ঘটনায় পিতা আব্দুল জলিল শুক্রবার রাতে সিলেট কোতোয়ালি মযডল থানায় হত্যা মামলা করেন।
জানা গেছে, হত্যাকাণ্ডের একদির আগে নয়ন ঠিকাদারের নির্মান কাজে যোগ দিতে ওসমানী হাসপাতালে আসে। রাতে ওই ভবকনের একটি কামরায় থাকার পর সকালে সে এবং অেপর এক শ্রমিককে টকা চুরির অভিযোগে বেদম মারপিট করা হয়। আহতাবস্থায় নয়নকে হাসাপাততালে নিয়ে যাওয়ার পর তার মৃত্যু ঘটে।

এ বিভাগের অন্যান্য সংবাদ