Sobujbangla.com | সিলেট বিশ্বনাথে প্রাইভেট কারসহ ৫ গরু চোর আটক।
News Head
 আবারও সহযোগিতা করল যুক্তরাষ্ট্র, রোহিঙ্গাদের জন্য ২ হাজার কোটি টাকার অজিত সহায়তা দেবে যুক্তরাষ্ট্র। আওয়ামী লীগের, সাবেক এমপি আউয়াল গ্রেপ্তার। পুলিশের ওপেন হাউজডে-মতবিনিময় সভা দোয়ারাবাজারে । সাংবাদিক তুরাব হত্যা মামলার আসামি ওসি মঈনকে ছেড়ে দেয়ায় সিলেট ক্ষোভ। ৮ দফা দাবিতে সিলেটে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান। গ্রেফতার ২ ধর্ষণ স্কুলছাত্রী অভিযোগে কমলগঞ্জে। উনিশ উপজেলার নির্বাচন স্থগিত। ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্ত সাড়ে ৩৭ লাখ মানুষ, বিধ্বস্ত ৩৫ হাজার ঘরবাড়ি’। এগারো উপজেলার চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানরা শপথ নিলেন। সিলেটে ওসমানী বিমানবন্দরে আটকা পড়েছে ৬টি ফ্লাইট।

সিলেট বিশ্বনাথে প্রাইভেট কারসহ ৫ গরু চোর আটক।

  |  ২০:৩০, জুন ০১, ২০২৩

সিলেটের বিশ্বনাথে দিনে-দুপুরে অভিনব কায়দায় গরু চুরির অভিযোগে প্রাইভেট কারসহ ৫ চোরকে আটক করেছে থানা পুলিশ,
আকটকৃতরা হলেন, ফেঞ্চুগঞ্জ থানার মাইজগাঁও গ্রামের মৃত জুলফিকার আহমদ ওরফে সেলিম আহমদের ছেলে মেহেদী হাসান, আরিফ ওরফে আরিকুল ইসলাম (৩৫), মৌলভীবাজারের শ্রীমঙ্গল থানার শাহীবাগ গ্রামের মৃত দুলাল মিয়ার ছেলে মো. রাজন মিয়া (৩৩), কুলাউরা থানার শ্রীপুর গ্রামের ইসমাইল মিয়ার ছেলে ইব্রাহিম মিয়া (৪৩), কোতয়ালী থানার মানিকপীর রোডের কুমারপাড়া এলাকার বাসিন্দা মৃত লতু মিয়ার ছেলে রাজিব আহমদ ওরফে কসাই রাজিব (২৯),
পুলিশ সূত্র জানা যায়, আটককৃতরা গত ২৬ মে দুপুরে বিশ্বনাথ উপজেলার দশঘর ইউনিয়নের পূর্ব দশঘর গ্রামের কৃষক খলিল উদ্দিনের একটি ষাঁড় রাস্তার কাছ থেকে প্রাইভেটকারে উঠিয়ে নিয়ে যায়,
পরবর্তীতে স্থানীয় একটি দোকানের সিসিটিভি ফুটেজে গাড়ীর নাম্বারসহ চুরির চিত্র ধরা পড়ে। তখন থেকেই গাড়ী ও চোরদের সন্ধানে নামেন এলাকাবাসী। এর কয়দিন পর গত বুধবার (৩১ মে) ফের একই ওই এলাকায় একই কায়দায় প্রাইভেটকার নিয়ে গরু চুরি করতে আসে চক্রটি,
বিষয়টি আঁচ করতে পেরে স্থানীয় জনতা ধাওয়া করে গাড়ীসহ তাদের পাকড়াও করতে সক্ষম হন, এক পর্যায়ে ঘটনাস্থলে উপস্থিত থানা পুলিশের কাছে তারা ষাঁড় চুরির বিষয়ে স্বীকারোক্তি দেয়,
এ বিষয়ে বিশ্বনাথ থানা পুলিশের ফোকাল পয়েন্ট কর্মকর্তা এসআই জয়ন্ত সরকার বলেন, ‘আটক চোর চক্রটি জেলার বিভিন্ন এলাকায় এ পদ্ধতিতে গরু চুরি করে আসছিল, একেক জনের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে, তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা নিয়ে বৃহস্পতিবার সিলেট বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে, এবং গাড়ীটি (সিলেট গ-১১-০০৩৯) জব্দ করা হয়েছে বলে তিনি জানান।

এ বিভাগের অন্যান্য সংবাদ