Sobujbangla.com | বোমা হামলায় মুদি দোকানি নিহত মাদারীপুরে।
News Head
 আবারও সহযোগিতা করল যুক্তরাষ্ট্র, রোহিঙ্গাদের জন্য ২ হাজার কোটি টাকার অজিত সহায়তা দেবে যুক্তরাষ্ট্র। আওয়ামী লীগের, সাবেক এমপি আউয়াল গ্রেপ্তার। পুলিশের ওপেন হাউজডে-মতবিনিময় সভা দোয়ারাবাজারে । সাংবাদিক তুরাব হত্যা মামলার আসামি ওসি মঈনকে ছেড়ে দেয়ায় সিলেট ক্ষোভ। ৮ দফা দাবিতে সিলেটে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান। গ্রেফতার ২ ধর্ষণ স্কুলছাত্রী অভিযোগে কমলগঞ্জে। উনিশ উপজেলার নির্বাচন স্থগিত। ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্ত সাড়ে ৩৭ লাখ মানুষ, বিধ্বস্ত ৩৫ হাজার ঘরবাড়ি’। এগারো উপজেলার চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানরা শপথ নিলেন। সিলেটে ওসমানী বিমানবন্দরে আটকা পড়েছে ৬টি ফ্লাইট।

বোমা হামলায় মুদি দোকানি নিহত মাদারীপুরে।

  |  ২১:০৫, এপ্রিল ০৩, ২০২৩

সোমবার (৩ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার চরদৌলতখান ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মিয়ারহাট লঞ্চঘাট এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মনির চৌকিদার (৩০) মিয়ারহাট লঞ্চঘাট এলাকার রশিদ চৌকিদার ছেলে। তার লঞ্চঘাট এলাকায় মুদি দোকান রয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্র জানা যায়, মনির ইফতারি শেষ করে এশারের নামাজ পড়তে স্থানীয় একটি মসজিদে যান। নামাজ শেষ করে দোকানে ফেরার পথে মনিরকে লক্ষ্য করে হাত বোমা নিক্ষেপ করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে গুরুতর অবস্থায় মনিরকে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এদিকে বোমা বিস্ফোরণে নিহতের ঘটনা ছড়িয়ে পড়লে এলাকায় উত্তেজনা বিরাজ করায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। মাদারীপুর কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম হোসেন বলেন, বোমার আঘাতে মনিরের মুখ মণ্ডল পুরোটাই ধসে গেছে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় আপাতত কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে জড়িতদের আটক করতে কয়েকটি টিম অভিযান শুরু করেছে। কালকিনি উপজেলার চরদৌলতখান ইউনিয়নের বর্তমান ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান চাঁন মিয়া শিকদারের সঙ্গে ওই ইউপির পরাজিত চেয়ারম্যান প্রার্থী মিলন মিয়ার দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এর আগেও ইউপি নির্বাচনে জয় ও পরাজয় নিয়ে দুই পক্ষের মধ্যে একাধিক সংঘর্ষ ও হত্যার ঘটনা ঘটে। এরই জেরে মিলন মিয়ার সমর্থক মনিরের ওপর বোমা নিক্ষেপ করা হতে পারে বলে ধারণা পুলিশ ও এলাকাবাসীর।

এ বিভাগের অন্যান্য সংবাদ