Sobujbangla.com | বিদুৎপৃষ্টে নির্মাণ শ্রমিকের মৃত্যু বিয়ানীবাজারে।
News Head
 আবারও সহযোগিতা করল যুক্তরাষ্ট্র, রোহিঙ্গাদের জন্য ২ হাজার কোটি টাকার অজিত সহায়তা দেবে যুক্তরাষ্ট্র। আওয়ামী লীগের, সাবেক এমপি আউয়াল গ্রেপ্তার। পুলিশের ওপেন হাউজডে-মতবিনিময় সভা দোয়ারাবাজারে । সাংবাদিক তুরাব হত্যা মামলার আসামি ওসি মঈনকে ছেড়ে দেয়ায় সিলেট ক্ষোভ। ৮ দফা দাবিতে সিলেটে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান। গ্রেফতার ২ ধর্ষণ স্কুলছাত্রী অভিযোগে কমলগঞ্জে। উনিশ উপজেলার নির্বাচন স্থগিত। ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্ত সাড়ে ৩৭ লাখ মানুষ, বিধ্বস্ত ৩৫ হাজার ঘরবাড়ি’। এগারো উপজেলার চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানরা শপথ নিলেন। সিলেটে ওসমানী বিমানবন্দরে আটকা পড়েছে ৬টি ফ্লাইট।

বিদুৎপৃষ্টে নির্মাণ শ্রমিকের মৃত্যু বিয়ানীবাজারে।

  |  ২০:৪৭, এপ্রিল ০৩, ২০২৩

বিয়ানীবাজারে একটি নির্মানাধীন ভবনে বিদুৎপৃষ্ট হয়ে মাহফুজ আহমদ (১৭) নামের এক নির্মাণ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও একজন। নিহত মাহফুজ আহমদ (১৭) উপজেলা মুড়িয়া ইউনিয়নের পাথারিপাড়া এলাকার জয়নাল উদ্দিনের পুত্র। সোমবার বেলা ২টার দিকে বিয়ানীবাজার পৌরসভার প্রমথনাথ সড়কে সরকারি কলেজের সম্মুখে নির্মাণাধীন ভবনে এদৃর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত দেলোয়ার হোসেনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে চিকিৎসা দেয়া হয়েছে। সে উপজেলার মোল্লাপুর ইউনিয়নের মাটিকাটা গ্রামের সোনাহর আলীরপুত্র। প্রত্যক্ষদর্শী ও ভবনের মালিকপক্ষের লোকজন বিদ্যুৎপৃষ্ট দুই নির্মাণ শ্রমিককে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করলে সেখানে মাহফুজ আহমদের মৃত্যু হয়। স্থানীয়রা জানান, ভবনের প্রথমতলার ছাদ ঢালাইয়ের জন্য রড বিছানোর কাজ করছিলেন অন্য নির্মাণ শ্রমিকদের সাথে হতাহত হওয়া এ দুই শ্রমিক। এক পর্যায়ে অসতর্ক অবস্থায় তারা বিদ্যুৎপৃষ্ট হয়ে পড়েন। নিহত কিশোর শ্রমিক মাহফুজ আহমদ বিদ্যুৎপৃষ্ট হয়ে নিচে পড়ে যায়। আহত দেলোয়ার হোসেন রডের সাথে ঝুলে থাকলে স্থানীয় দুই তরুণ তাকে সেখান থেকে নামিয়ে নিয়ে আসেন। আহতদের দ্রুত স্থানীয়দের সহায়তায় শ্রমিক ও ভবন মালিকপক্ষের লোকজন উপজেলা হাসপাতালে প্রেরণ করলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মাহফুজ আহমদের মৃত্যু হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ