Sobujbangla.com | ময়মনসিংহের গফরগাঁওয়ে ধরে এনে গৃহবধূকে পিটিয়ে হত্যা।
News Head
 আবারও সহযোগিতা করল যুক্তরাষ্ট্র, রোহিঙ্গাদের জন্য ২ হাজার কোটি টাকার অজিত সহায়তা দেবে যুক্তরাষ্ট্র। আওয়ামী লীগের, সাবেক এমপি আউয়াল গ্রেপ্তার। পুলিশের ওপেন হাউজডে-মতবিনিময় সভা দোয়ারাবাজারে । সাংবাদিক তুরাব হত্যা মামলার আসামি ওসি মঈনকে ছেড়ে দেয়ায় সিলেট ক্ষোভ। ৮ দফা দাবিতে সিলেটে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান। গ্রেফতার ২ ধর্ষণ স্কুলছাত্রী অভিযোগে কমলগঞ্জে। উনিশ উপজেলার নির্বাচন স্থগিত। ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্ত সাড়ে ৩৭ লাখ মানুষ, বিধ্বস্ত ৩৫ হাজার ঘরবাড়ি’। এগারো উপজেলার চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানরা শপথ নিলেন। সিলেটে ওসমানী বিমানবন্দরে আটকা পড়েছে ৬টি ফ্লাইট।

ময়মনসিংহের গফরগাঁওয়ে ধরে এনে গৃহবধূকে পিটিয়ে হত্যা।

  |  ২০:২৯, মার্চ ২৬, ২০২৩

জোরপূর্বক ভাবে ধরে এনে ময়মনসিংহের গফরগাঁওয়ে থেকে সুফিয়া খাতুন (৪৫) নামের এক গৃহবধূকে পিটিয়ে হত্যা করা হয়েছে। রবিবার (২৬ মার্চ) সকালে উপজেলার সালটিয়া ইউনিয়নের দক্ষিণ পুখুুরিয়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন-সাবিনা (৩৫), শিল্পী আক্তার (৩০) ও ফিরোজা (৪৫) নামের নিহত সুফিয়া খাতুন ওই এলাকার সিরাজুল ইসলামের স্ত্রী। পুলিশ সূত্র জানা যায়, সিরাজুল ইসলামের সঙ্গে দীর্ঘদিন ধরে তার প্রতিবেশী সৎভাই ও তার পরিবারের সাথে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। আজ সকালে ওই জমিতে সিরাজুলের তৈরি দোকান ঘর ভাঙচুর করেন প্রতিপক্ষরা। এতে দুপক্ষের সংঘর্ষ বাধে। এর কিছুক্ষন পর সিরাজুলের সৎভাই লোকজন সিরাজুলের বাড়িতে হামলা করেন। এসময় সিরাজুলের স্ত্রী সুফিয়া খাতুন আত্মরক্ষার্থে টয়লেটে লুকিয়ে যান। তাকে সেখানে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়। গফরগাঁও থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন নিহত সুফিয়া খাতুন প্রাণে বাঁচতে টয়লেটে লুকিয়েও রক্ষা পাননি। তাকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়েছে। লাশ উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এই ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

এ বিভাগের অন্যান্য সংবাদ