চমক ব্যাটিং তাণ্ডবে ভাঙলো গেইলের রেকর্ড।
সেঞ্চুরিয়ানে প্রথম ব্যাট করে ওয়েস্ট ইন্ডিজ তোলে ২৫৮ রান। ২০ ওভারের ক্রিকেটে যে কোনও দল এই রান তুলে স্বস্তির নিঃশ্বাস ফেলবে। কিন্তু ম্যাচ শেষ হতে তখনও ৭ বল বাকি। এরই মধ্যে ৬ উইকেট হাতে রেখে জয়োল্লাসে মাতে দক্ষিণ আফ্রিকা। আর মাথা নিচু করে মাঠ ছাড়তে শুরু করে ওয়েস্ট ইন্ডিজ। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ড বুলগেরিয়ার। ২০২২ সালে সার্বিয়ার বিপক্ষে ২৪৬ রান তাড়া করে জিতেছিল বুলগেরিয়া। আর আইসিসির পূর্ণ সদস্য দেশগুলোর মধ্যে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ২৪৫ রান তাড়া করে জিতেছিল অস্ট্রেলিয়া। ওটাই ছিল এতোদিনের সর্বোচ্চ রান তাড়া করে জয়ের ঘটনা। সেই রেকর্ড পেছনে ফেলে ইতিহাস সৃষ্টি করলো দক্ষিণ আফ্রিকা। ওয়ানডেতেও সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ড দক্ষিণ আফ্রিকার। অস্ট্রেলিয়ার ৪৩৪ রানের জবাবে ৪৩৮ রান করেছিল প্রোটিয়ারা।