Sobujbangla.com | সিলেটে বন্দরবাজার সিএনজি চালক হত্যাকাণ্ডের ঘটনায় মামলা।
News Head
 আবারও সহযোগিতা করল যুক্তরাষ্ট্র, রোহিঙ্গাদের জন্য ২ হাজার কোটি টাকার অজিত সহায়তা দেবে যুক্তরাষ্ট্র। আওয়ামী লীগের, সাবেক এমপি আউয়াল গ্রেপ্তার। পুলিশের ওপেন হাউজডে-মতবিনিময় সভা দোয়ারাবাজারে । সাংবাদিক তুরাব হত্যা মামলার আসামি ওসি মঈনকে ছেড়ে দেয়ায় সিলেট ক্ষোভ। ৮ দফা দাবিতে সিলেটে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান। গ্রেফতার ২ ধর্ষণ স্কুলছাত্রী অভিযোগে কমলগঞ্জে। উনিশ উপজেলার নির্বাচন স্থগিত। ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্ত সাড়ে ৩৭ লাখ মানুষ, বিধ্বস্ত ৩৫ হাজার ঘরবাড়ি’। এগারো উপজেলার চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানরা শপথ নিলেন। সিলেটে ওসমানী বিমানবন্দরে আটকা পড়েছে ৬টি ফ্লাইট।

সিলেটে বন্দরবাজার সিএনজি চালক হত্যাকাণ্ডের ঘটনায় মামলা।

  |  ১০:৩২, মার্চ ০২, ২০২৩

নগরীর বন্দরবাজারে সিএনজিচালিত অটোরিকশাচালক আমিরুল ইসলাম হত্যার ঘটনায় স্ত্রী হেলেন বেগম বাদী হয়ে কোতোয়ালী মডেল থানায় মামলা দায়ের করেছেন। মামলায় একমাত্র আসামি করা হয়েছে অটোরিকশা চালক আলমগীর হোসেনকে (৩৫)। বৃহস্পতিবার বেলা দেড়টার দিকে তিনি হত্যা মামলা দায়ের করেন। নিহত আমিনুল জালালাবাদ থানার কান্দিগাঁও গ্রামের ইদন মিয়ার ছেলে। তিনি ৪ ছেলে ও ১ কন্যা সন্তানের জনক। জানা যায়, বুধবার রাত ১০টার দিকে বন্দরবাজারস্থ সিলেট প্রধান ডাকঘরের সামনে যাত্রী উঠানামা নিয়ে বাকবিতন্ডা শুরু হয়।একপর্যায়ে দুই চালক মারামারিতে জড়িয়ে পড়েন।এসময় ঘাতক আলমগীরের আঘাতে অপর চালক আমিরুল মাটিতে লুটিয়ে পড়ে অজ্ঞান হয়ে যায়। খবর পেয়ে বন্দরবাজার ফাঁড়ি পুলিশ তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় অটোরিকশা চালক আলমগীর হোসেন (৩২) আটক করেছে পুলিশ। তার বাড়ি ব্রাক্ষণবাড়িয়া জেলার সরাইল থানার কালিকুচ্চ গ্রামে। তিনি বর্তমানে মহানগরের শাহজালাল উপশহরে থাকেন। কোতোয়ালী মডেল থানার ওসি মোহাম্মদ আলী মাহমুদ বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহত চালকের স্ত্রী বাদী হয়ে মামলা করেছেন।একমাত্র আসামি আলমগীর হোসেনকে মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ