তথ্যমন্ত্রী বলেছেন সন্ত্রাসী গোষ্ঠী মোকাবেলায় আমাদের মাঠে থাকতে হচ্ছে।
তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, আন্দোলনের নামে বিএনপি দেশে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরীর চেষ্টা চালাচ্ছে। সরকারি দল হিসেবে আমাদের দায়িত্ব জনগণের পাশে থাকা। সন্ত্রাসী গোষ্ঠীকে মোকাবেলায় আমাদের মাঠে থাকতে হচ্ছে। মন্ত্রী শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় চট্টগ্রাম সার্কিট হাউজে উন্নয়ন সমন্বয় সভার আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন। এ সময় তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, অনুপ চেটিয়ার সাম্প্রতিক বক্তব্যে স্পষ্ট হয়েছে ১০ ট্রাক অস্ত্র চোরাচালানের সাথে বিএনপির মন্ত্রী, এমপি, হাওয়া ভবনের বরপুত্র তারেক রহমান যুক্ত ছিল। সন্ত্রাসী দল হিসেবে বিএনপি ভারতবর্ষেও সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনার অপচেষ্টায় লিপ্ত ছিল। ড. হাছান মাহমুদ আরো বলেন, সরকারি দল হিসেবে সতর্ক থাকা আমাদের দায়িত্ব। সেই কারণে আগামীকাল প্রত্যেক জেলায় শান্তি সামবেশ করবে আওয়ামী লীগ। শেষে জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামানের সভাপতিত্বে উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।