Sobujbangla.com | বললেন সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বর্ডার হাট দুই দেশের বন্ধুত্বকে আরও সুদৃঢ় করবে।
News Head
 আবারও সহযোগিতা করল যুক্তরাষ্ট্র, রোহিঙ্গাদের জন্য ২ হাজার কোটি টাকার অজিত সহায়তা দেবে যুক্তরাষ্ট্র। আওয়ামী লীগের, সাবেক এমপি আউয়াল গ্রেপ্তার। পুলিশের ওপেন হাউজডে-মতবিনিময় সভা দোয়ারাবাজারে । সাংবাদিক তুরাব হত্যা মামলার আসামি ওসি মঈনকে ছেড়ে দেয়ায় সিলেট ক্ষোভ। ৮ দফা দাবিতে সিলেটে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান। গ্রেফতার ২ ধর্ষণ স্কুলছাত্রী অভিযোগে কমলগঞ্জে। উনিশ উপজেলার নির্বাচন স্থগিত। ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্ত সাড়ে ৩৭ লাখ মানুষ, বিধ্বস্ত ৩৫ হাজার ঘরবাড়ি’। এগারো উপজেলার চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানরা শপথ নিলেন। সিলেটে ওসমানী বিমানবন্দরে আটকা পড়েছে ৬টি ফ্লাইট।

বললেন সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বর্ডার হাট দুই দেশের বন্ধুত্বকে আরও সুদৃঢ় করবে।

  |  ২২:৩৪, ডিসেম্বর ১৫, ২০২২

ভারত-বাংলাদেশের মধ্যে বর্ডার হাট চালু হওয়ার মাধ‌্যমে দুই দেশের বন্ধুত্ব আরও সুদৃঢ় হবে বলে মন্তব্য করে ভারতের হাই কমিশনার প্রণয় ভার্মা বরেছেন, বাংলাদেশের সঙ্গে আমাদের (ভারতের) যে বন্ধুত্ব রয়েছে, বর্ডার হাটগুলোর মাধ্যমে তা আরও সুদৃঢ় হবে এবং বাড়বে। এই হাটগুলো দুই দেশের অর্থনীতিতে সহায়ক ভুমিকা পালন করবে। এর পাশাপাশি হাটগুলোর কারণে দুই দেশের সীমান্তবর্তী মানুষের কর্মসংস্থানও বাড়বে। বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বাগানবাড়ি রিংগো বর্ডার হাট পরিদর্শন করেন তিনি। এ সময় তিনি বাংলাদেশীদের বিজয় দিবসের শুভেচ্ছা জানান। ভারতীয় হাই কমিশনার বলেন, আজকে এখানে এসে সত্যি খুব ভালো লাগছে। এই বর্ডার হাটগুলোর মাধ্যমে বাংলাদেশ আর ভারতের মানুষের মধ্যে আরও সুসম্পর্ক তৈরি হবে। এই হাটগুলোকে আমরা আরও উন্নত করব। পরিদর্শনকালে এসময় ছাতক-দোয়ারাবাজার আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক, ভারতীয় সহকারী হাইকমিশনার নীরাজ কুমার জায়সওয়াল, সুনামগঞ্জ জেলা পুলিশ সুপার এহসান শাহ, অতিরিক্ত জেলা প্রশাসক এ কে এম আব্দুল্লাহ বিন রশিদ, দোয়ারাবাজার উপজেলা পরিষদ চেয়ারম্যান দেওয়ান আল তানভীর আশরাফী চৌধুরী বাবু, সাবেক উপজেলা চেয়ারম্যান ইদ্রিস আলী বীরপ্রতীক, উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা প্রিয়াংকা, সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল আহমেদ, থানার ওসি দেবদুলাল ধর, বোগলাবাজার ইউপি চেয়ারম্যান মোহাম্মদ মিলন খান,সাবেক চেয়ারম্যান আহমেদ আলী আপন, লক্ষীপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আমিরুল হক, নিয়াকতগঞ্জ স্কুল অ্যান্ড কলেজের প্রভাষক আবু বকর সিদ্দিক সহ সীমান্ত এলাকার বাংলাদেশ বর্ডারগার্ড (বিজিবি) ও ভারতীয় বিএসএফ এর কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ