Sobujbangla.com | চ্যানেল ওয়ান বিডির বললেন, বস্তুনিষ্ঠ ও উন্নয়ন সাংবাদিকতা দেশ এবং জাতির জন্য মঙ্গলজনক।
News Head

চ্যানেল ওয়ান বিডির বললেন, বস্তুনিষ্ঠ ও উন্নয়ন সাংবাদিকতা দেশ এবং জাতির জন্য মঙ্গলজনক।

  |  ১৮:৪০, নভেম্বর ৩০, ২০২২

সিনিয়র সাংবাদিক ও সিলেট সান ডটকম এর সম্পাদক ফয়সল আহমদ বাবলু বলেছেন, সাংবাদিকরা হলেন জাতির বিবেক ও সমাজের দর্পণ। তারা বস্তুনিষ্ঠ লেখনির মাধ্যমে দেশ ও জাতীর কল্যাণে কাজ করেন। সাংবাদিকতা করতে গিয়ে যেন কেউ হলুদ সাংবাদিকতায় না জড়ায় সেদিকে সবাইকে খেয়াল রাখতে হবে। সাংবাদিকদের লেখনীর মাধ্যমেই জনমত গঠিত ও প্রভাবিত হয়। শুধু বিভাগীয় বা জেলা শহরগুলোতেই নয়, বরং উপজেলা ও প্রত্যন্ত অঞ্চলেও সাংবাদিকেরা কাজ করে যাচ্ছেন। বস্তুনিষ্ঠ ও উন্নয়ন সাংবাদিকতা দেশ এবং জাতির জন্য মঙ্গলজনক। বুধবার বিকেলে অনলাইন মিডিয়া চ্যানেল ওয়ান বিডির আয়োজনে মাস ব্যাপী ‘অনলাইন সার্টিফিকেট বেসিক জার্নালিজম ট্রেনিং কোর্স’ এর সমাপনি ও সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। চ্যানেল ওয়ান বিডির পরিচালক এনামুল ইসলাম তালুকদারের সভাপতিত্বে ও ড. মেহেরুন নেছা মেহরীন এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন আজকের সিলেট ডটকম এর এডিটর ইন চিফ এম. সাইফুর রহমান তালুকদার ও মানবাধিকার তথ্য পর্যবেক্ষণ সোসাইটি সিলেট বিভাগীয় কমিটির সিনিয়র ভাইস চেয়ারম্যান মকসুদুর রহমান চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্যে আজকের সিলেট ডটকম এর এডিটর ইন চিফ এম. সাইফুর রহমান তালুকদার বলেন, সময়ের সাথে পাল্লা দিয়ে এগিয়ে চলছে দেশের অনলাইন গণমাধ্যম। বস্তুনিষ্টতা ও দ্রুত আপডেট পাওয়ার কারনে পাঠকরা এখন আস্তা রাখছেন অনলাইন গণমাধ্যমে। আমাদেরকে পাঠাকদের সেই আস্তাকে ধরে রাখতে হবে। শুধু মাত্র সাংবাদিকতা পেশায়ই নয়, সকল পেশায়ই প্রশিক্ষণের বিকল্পনেই। গণমাধ্যম ও গণমাধ্যমকর্মীদের জন্য সংবাদের বস্তুনিষ্ঠতা সবচেয়ে গুরুত্বপূর্ণ। আশা করি যারা এই প্রশিক্ষণ নিয়েছেন তারা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন ও গঠনমূলক সমালোচনার মাধ্যমে দেশ ও জাতির কল্যাণে সবাই কাজ করে যাবেন। উল্লেখ্য, অনুষ্ঠানে ১৪ জন প্রশিক্ষণার্থীদের হাতে সনদপত্র তুলে দেন অতিথিবৃন্দ।

এ বিভাগের অন্যান্য সংবাদ