Sobujbangla.com | নৌকা-লাঙ্গলসহ ১০ প্রার্থী, এছাড়া বিধি লঙ্ঘনকারীদের ছাড় না দেয়ার হুশিয়ারি দেন এ রিটার্নিং কর্মকর্তা,।
News Head
 আবারও সহযোগিতা করল যুক্তরাষ্ট্র, রোহিঙ্গাদের জন্য ২ হাজার কোটি টাকার অজিত সহায়তা দেবে যুক্তরাষ্ট্র। আওয়ামী লীগের, সাবেক এমপি আউয়াল গ্রেপ্তার। পুলিশের ওপেন হাউজডে-মতবিনিময় সভা দোয়ারাবাজারে । সাংবাদিক তুরাব হত্যা মামলার আসামি ওসি মঈনকে ছেড়ে দেয়ায় সিলেট ক্ষোভ। ৮ দফা দাবিতে সিলেটে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান। গ্রেফতার ২ ধর্ষণ স্কুলছাত্রী অভিযোগে কমলগঞ্জে। উনিশ উপজেলার নির্বাচন স্থগিত। ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্ত সাড়ে ৩৭ লাখ মানুষ, বিধ্বস্ত ৩৫ হাজার ঘরবাড়ি’। এগারো উপজেলার চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানরা শপথ নিলেন। সিলেটে ওসমানী বিমানবন্দরে আটকা পড়েছে ৬টি ফ্লাইট।

নৌকা-লাঙ্গলসহ ১০ প্রার্থী, এছাড়া বিধি লঙ্ঘনকারীদের ছাড় না দেয়ার হুশিয়ারি দেন এ রিটার্নিং কর্মকর্তা,।

  |  ১৬:৩৭, নভেম্বর ২৯, ২০২২

রংপুর সিটি নির্বাচনে মেয়রপদে লড়বেন নৌকা-লাঙ্গলসহ ১০ প্রার্থী। এছাড়া সংরক্ষিত ও কাউন্সিলর পদে মোট ২শ ৭৭ জন মনোনয়ন পত্র দাখিল করেছেন। শেষদিনে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন তারা। এদিকে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছে বিএনপি-জামায়াত।
মঙ্গলবার (২৯ নভেম্বর) শেষ দিনে রংপুর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে মনোনয়ন পত্র দাখিল করেছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী অ্যাডভোকেট হোসনে আরা লুৎফা ডালিয়া। এর আগে মনোনয়ন পত্র দাখিল করেন জাতীয় পার্টি সমর্থিত মেয়র প্রার্থী ও সাবেক মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা। এছাড়া জাসদ সমর্থিত প্রার্থী, জাকের পার্টি, ইসলামি আন্দোলন বাংলাদেশসহ মোট ১০ জন মেয়র পদে মনোনয়ন দাখিল করেছেন।
কাউন্সিলর পদে ১৯৮ জন ও সংরক্ষিত নারী সদস্য পদে ৬৯ জন মনোনয়ন পত্র দাখিল করেছেন। এসময় প্রার্থীরা সুষ্ঠু নির্বাচনের জন্য ভোট গ্রহণের সঙ্গে সংশ্লিষ্টদের নিরপেক্ষ হওয়ার আহ্বান জানান।
আওয়ামী লীগ অ্যাডভোকেট হোসনে আরা লুৎফা ডালিয়া দাবি করেছেন, ভোটের পরিবেশ সুষ্ঠু রয়েছে, তাই শতভাগ জয়ের ব্যাপারে আশাবাদী তিনি। আর জাতীয় পার্টি সমর্থিত মেয়র প্রার্থী মোস্তাফিজার রহমান মোস্তফা সহ অন্যান্যরা ইভিএম নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন।
রংপুর সিটি করপোরেশন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা আব্দুল বাতেন জানান, রংপুর সিটি করপোরেশন নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে আইনী পদক্ষেপসহ সব ধরনের ব্যবস্থা গ্রহণ করবেন তারা। এছাড়া বিধি লঙ্ঘনকারীদের ছাড় না দেয়ার হুশিয়ারি দেন এ রিটার্নিং কর্মকর্তা। 

এ বিভাগের অন্যান্য সংবাদ