Sobujbangla.com | সিলেটের জিন্দাবাজারে সাংবাদিকের ওপর হামলা, সড়ক অবরোধ।
News Head
 আবারও সহযোগিতা করল যুক্তরাষ্ট্র, রোহিঙ্গাদের জন্য ২ হাজার কোটি টাকার অজিত সহায়তা দেবে যুক্তরাষ্ট্র। আওয়ামী লীগের, সাবেক এমপি আউয়াল গ্রেপ্তার। পুলিশের ওপেন হাউজডে-মতবিনিময় সভা দোয়ারাবাজারে । সাংবাদিক তুরাব হত্যা মামলার আসামি ওসি মঈনকে ছেড়ে দেয়ায় সিলেট ক্ষোভ। ৮ দফা দাবিতে সিলেটে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান। গ্রেফতার ২ ধর্ষণ স্কুলছাত্রী অভিযোগে কমলগঞ্জে। উনিশ উপজেলার নির্বাচন স্থগিত। ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্ত সাড়ে ৩৭ লাখ মানুষ, বিধ্বস্ত ৩৫ হাজার ঘরবাড়ি’। এগারো উপজেলার চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানরা শপথ নিলেন। সিলেটে ওসমানী বিমানবন্দরে আটকা পড়েছে ৬টি ফ্লাইট।

সিলেটের জিন্দাবাজারে সাংবাদিকের ওপর হামলা, সড়ক অবরোধ।

  |  ১৮:৩০, নভেম্বর ২৮, ২০২২

সংবাদ সংগ্রহ করতে গিয়ে নগরীর জিন্দাবাজার হক সুপার মার্কেটে হামলার শিকার হয়েছেন সাংবাদিক। হামলার শিকার শফি আহমেদ বেসরকারি টেলিভিশন নিউজ ২৪ এ ভিডিও জার্নালিস্ট হিসেবে কর্মরত আছেন। সোমবার দুপুরে জিন্দাবাজারস্থ হক সুপার মার্কেটে এই ঘটনা ঘটে। এদিকে, সংবাদ সংগ্রহে বাধা ও সাংবাদিকের উপর হামলার প্রতিবাদে তাৎক্ষণিক জিন্দাবাজারে রাস্তা অবরোধ করছেন স্থানীয় সাংবাদিকরা। তাঁরা এই ঘটনায় দোষীদের শাস্তির দাবি জানান। প্রত্যক্ষদর্শী সুত্রে জানা যায়, সাংবাদিক আশরাফুল কবীরের বাসায় চুরির ঘটনায় স্বর্ণালংকার উদ্ধারে চোরকে নিয়ে সোমবার অভিযানে নামে পুলিশ। এসময় সিলেট নগরীর জিন্দাবাজারস্থ হক সুপার মার্কেটে চোরকে সাথে নিয়ে চুরি হওয়া স্বর্ণালংকার উদ্ধারে অভিযান চালায় তারা। এ সময় পুলিশ মার্কেটের ভেনাস জুয়েলার্সে তল্লাশী করছে। এ ঘটনার সংবাদের ছবি তোলতে গেলে ব্যবসায়ীরা সাংবাদিকদের বাঁধা দেন। এসময় সাংবাদিক শফি আহমেদের উপর হামলা করে স্থানীয় ব্যবসায়ীরা। এই ঘটনার প্রতিবাদ জানাতে রাস্তায় নেমেছেন স্থানীয় সাংবাদিকরা। খবর পেয়ে কোতোয়ালি মডেল ওসি মোহাম্মদ আলী মাহমুদ ঘটনাস্থলে এসে সাংবাদিকদের সাথে কথা বলে দায়েদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন। এসময় সিলেট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবদুর রশিদ রেনু ও জেলা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শাহ দিদার আলম নবেলসহ সাংবাদিক নেতৃবৃন্ধ উপস্থিত ছিলেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ