Sobujbangla.com | ইচ্ছেমতো ঋণসুবিধা নিতে পারবে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের।
News Head
 আবারও সহযোগিতা করল যুক্তরাষ্ট্র, রোহিঙ্গাদের জন্য ২ হাজার কোটি টাকার অজিত সহায়তা দেবে যুক্তরাষ্ট্র। আওয়ামী লীগের, সাবেক এমপি আউয়াল গ্রেপ্তার। পুলিশের ওপেন হাউজডে-মতবিনিময় সভা দোয়ারাবাজারে । সাংবাদিক তুরাব হত্যা মামলার আসামি ওসি মঈনকে ছেড়ে দেয়ায় সিলেট ক্ষোভ। ৮ দফা দাবিতে সিলেটে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান। গ্রেফতার ২ ধর্ষণ স্কুলছাত্রী অভিযোগে কমলগঞ্জে। উনিশ উপজেলার নির্বাচন স্থগিত। ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্ত সাড়ে ৩৭ লাখ মানুষ, বিধ্বস্ত ৩৫ হাজার ঘরবাড়ি’। এগারো উপজেলার চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানরা শপথ নিলেন। সিলেটে ওসমানী বিমানবন্দরে আটকা পড়েছে ৬টি ফ্লাইট।

ইচ্ছেমতো ঋণসুবিধা নিতে পারবে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের।

  |  ২০:৫৩, নভেম্বর ০৮, ২০২২

কয়লাভিত্তিক বিদ্যুৎ উৎপাদনকারী প্রতিষ্ঠানের ঋণ নেওয়ার সীমা তুলে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। ফলে আগামী পাঁচ বছর এসব প্রতিষ্ঠান ব্যাংক থেকে ইচ্ছেমতো ঋণসুবিধা নিতে পারবে।  মঙ্গলবার (৮ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে। মূলত বিদ্যুৎ উৎপাদনে প্রয়োজনীয় অর্থ সরবরাহ নির্বিঘ্ন রাখতে এই সুবিধা দেওয়া হয়েছে এমনটা বলছেন বাংলাদেশ ব্যাংক কর্মকর্তারা। বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর আবু ফরাহ মো. নাছের স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, ব্যাংক কোম্পানি আইনের ১২১ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে বিদ্যুৎ উৎপাদনে প্রয়োজনীয় অর্থ সরবরাহ নির্বিঘ্ন করতে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র স্থাপন ও বিদ্যুৎ উৎপাদনের জন্য ব্যবহৃত কয়লাসহ অন্যান্য কাঁচামাল ক্রয় বা আমদানির ব্যয় নির্বাহের জন্য বিদ্যুৎ উৎপাদনকারী একক ব্যক্তি, প্রতিষ্ঠান বা গ্রুপ ব্যাংক থেকে ঋণ নেওয়ার ক্ষেত্রে বিশেষ সুবিধা পাবে।  বর্তমানে দেশে সরকারি প্রতিষ্ঠানের বাইরে বেসরকারি খাতে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র স্থাপন করছে এস আলম ও ওরিয়ন গ্রুপ।  এস আলম গ্রুপের মালিকানাধীন কয়লাভিত্তিক এসএস পাওয়ারের নির্মাণকাজ চলছে চট্টগ্রামের বাঁশখালীতে। আর ওরিয়ন গ্রুপের কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণের অপেক্ষায় রয়েছে। 

এ বিভাগের অন্যান্য সংবাদ