যুব মহিলা লীগের কমিটি নিয়ে অসন্তোষ সিলেটে।
সিলেট জেলা যুব মহিলা লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে ঘোষিত কমিটি নিয়ে দলটির দুপক্ষের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। কমিটি থেকে বঞ্চিত নেত্রীরা বিক্ষোভ প্রদর্শন করেছেন। মঙ্গলবার দুপুরে নগরীর জেলা পরিষদ মিলনায়তনে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাবিবুর রহমান এমপি ও যুব মহিলা লীগের সহ সভাপতি পারভীন খয়ের। সম্মেলন শেষে নাজিরা বেগম শীলা সভাপতি ও হাকিম দিনা আক্তার সাধারণ সম্পাদক করে সিলেট জেলা যুব মহিলা লীগের কমিটি ঘোষনা করা হয়। কমিটি ঘোষনার পর নতুন কমিটির উপর অসন্তোষ প্রকাশ করে সম্মেলনস্থলে বিক্ষোভ প্রদর্শন করেন দলটির একাংশের নেত্রীরা। তাদের অভিযোগ- সম্মেলনে দলের ত্যাগী, পরীক্ষিত ও বঞ্চিত নেত্রীদের বাদ দিয়ে কমিটি ঘোষনা করা হয়েছে। এবিষয়ে বিক্ষোভ প্রদর্শনকারী পদবঞ্চিত নেত্রী তাসমিহ বিনতে স্বর্না বলেন, আমি ১৯৯৬ সাল থেকে ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত কিন্তু যাদেরকে নির্বাচিত করা হয়েছে তাদের ইতিহাস ঘাটলে দেখা যায় তারা দলের বিতর্কিত নেত্রী এবং এটি একটি পূর্ব পরিকল্পিত পকেটে কমিটি করা হয়েছে। তবে নবনির্বাচিত কমিটির সভাপতি নাজিরা বেগম শীলা বলেন, নবগঠিত কমিটি সম্পূর্ন সুষ্ঠভাবে কেন্দ্রীয় নেতারা গঠন করেছে এখানে যে অভিযোগ গুলা এসেছে তা পুরোপুরি ভিত্তিহীন।