Sobujbangla.com | মৌলভীবাজারের : মিথ্যা তথ্য দিয়ে সরিষার তেলের বিজ্ঞাপন:  অভিযান ও জরিমানা।
News Head

মৌলভীবাজারের : মিথ্যা তথ্য দিয়ে সরিষার তেলের বিজ্ঞাপন:  অভিযান ও জরিমানা।

  |  ২০:৩৩, নভেম্বর ০৩, ২০২২

মৌলভীবাজারের বড়লেখায় গুনগতমান নিশ্চিত ছাড়াই খোলা সরিষার তেল বোতলজাত ও মিথ্যা তথ্য সম্বলিত বিজ্ঞাপন দিয়ে বাজারজাত করার অভিযোগে প্রীতম ফুড প্রোডাক্টস এর প্রতিনিধি দেবাশীষ দত্তকে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার দুপুরে পৌরসভার বারইগ্রামে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর হোসাইন এই অভিযান পরিচালনা করেন।,অভিযানে বড়লেখা থানার পুলিশ সহযোগিতা করে। ভ্রাম্যমাণ আদালত সুত্রে জানা গেছে, গোপন সংবাদ পেয়ে প্রীতম ফুড প্রোডাক্টসে অভিযান চালান সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর হোসাইন।,এসময় তিনি অভিযোগের সত্যতা নিশ্চিত হয়ে তাৎক্ষণিক ভ্রাম্যমাণ আদালত বসিয়ে প্রীতম ফুড প্রোডাক্টসকে ১ লাখ টাকা জরিমানা করেন। সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর হোসাইন বলেন, ‘কোনধরনের অনিয়ম সহ্য করা হবে না। এধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।”

এ বিভাগের অন্যান্য সংবাদ