Sobujbangla.com | মুন্সিগঞ্জ মনের মানুষ বশ করা ও বিবাহিত জীবনে সুখ ফেরানো কবিরাজ গ্রেফতার।
News Head
 আবারও সহযোগিতা করল যুক্তরাষ্ট্র, রোহিঙ্গাদের জন্য ২ হাজার কোটি টাকার অজিত সহায়তা দেবে যুক্তরাষ্ট্র। আওয়ামী লীগের, সাবেক এমপি আউয়াল গ্রেপ্তার। পুলিশের ওপেন হাউজডে-মতবিনিময় সভা দোয়ারাবাজারে । সাংবাদিক তুরাব হত্যা মামলার আসামি ওসি মঈনকে ছেড়ে দেয়ায় সিলেট ক্ষোভ। ৮ দফা দাবিতে সিলেটে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান। গ্রেফতার ২ ধর্ষণ স্কুলছাত্রী অভিযোগে কমলগঞ্জে। উনিশ উপজেলার নির্বাচন স্থগিত। ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্ত সাড়ে ৩৭ লাখ মানুষ, বিধ্বস্ত ৩৫ হাজার ঘরবাড়ি’। এগারো উপজেলার চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানরা শপথ নিলেন। সিলেটে ওসমানী বিমানবন্দরে আটকা পড়েছে ৬টি ফ্লাইট।

মুন্সিগঞ্জ মনের মানুষ বশ করা ও বিবাহিত জীবনে সুখ ফেরানো কবিরাজ গ্রেফতার।

  |  ২০:১০, নভেম্বর ০২, ২০২২

প্রেমের মানুষকে বশ করবেন? বিয়ে হচ্ছে না? বিবাহিত জীবনে অসুখী? এমন সব সমস্যার সমাধানের আশ্বাস দিয়ে মানুষের সাথে প্রতারণা করে আসা ভণ্ড কবিরাজ ওয়াস করুনিকে মুন্সিগঞ্জ থেকে আটক করেছে র‍্যাব। উদ্ধার করা হয়েছে লোকজনকে ঠকানোর বিভিন্ন উপকরণ। কবিরাজির নামে ঢাকায় এধরনের সাতটি প্রতারক চক্র রয়েছে বলে র‍্যাব জানিয়েছে। এই চক্রের সদস্যরা নারীদের ছবি আর ভিডিও দিয়েও ব্ল্যাকমেইল করতো মানুষকে।, দাম্পত্য জীবনের সমস্যা, বিয়ে না হওয়া, প্রেমে ব্যর্থতা, অন্যকে বশ করার তাবিজ-কবচ সবই পাওয়া যেতো কবিরাজ ওয়াস কুরুনীর কাছে। প্রায় ৩ বছর ধরে প্রতারণা করে অর্ধশতাধিক মানুষের কাছ থেকে লাখ লাখ টাকা আত্মসাত করে আসছিল এই ভন্ড কবিরাজ।, মঙ্গলবার (১ নভেম্বর) মুন্সীগঞ্জ থেকে এই প্রতারককে গ্রেপ্তার করে র‍্যাব-তিন। সংস্থাটি বলছে, সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করেই চলতো প্রতারণা। ২০ থেকে ২২ জনের দলটি সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন পোস্ট ছড়িয়ে টার্গেট করতো সহজ-সরল মানুষকে। বুধবার (২ নভেম্বর) এক সংবাদ সম্মেলন করে এসব তথ্য আরো জানান, র‌্যাব-৩ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ।, সেখানে বলা হয়,  জ্বীন চালানের জন্য দুষ্প্রাপ্য সব জিনিস সংগ্রহ করতে বলতো চিকিৎসা প্রত্যাশীদের।, এই কবিরাজ আগে বাসে বাসে তাবিজ বিক্রি করতো বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে।,

এ বিভাগের অন্যান্য সংবাদ