মুন্সিগঞ্জ মনের মানুষ বশ করা ও বিবাহিত জীবনে সুখ ফেরানো কবিরাজ গ্রেফতার।
প্রেমের মানুষকে বশ করবেন? বিয়ে হচ্ছে না? বিবাহিত জীবনে অসুখী? এমন সব সমস্যার সমাধানের আশ্বাস দিয়ে মানুষের সাথে প্রতারণা করে আসা ভণ্ড কবিরাজ ওয়াস করুনিকে মুন্সিগঞ্জ থেকে আটক করেছে র্যাব। উদ্ধার করা হয়েছে লোকজনকে ঠকানোর বিভিন্ন উপকরণ। কবিরাজির নামে ঢাকায় এধরনের সাতটি প্রতারক চক্র রয়েছে বলে র্যাব জানিয়েছে। এই চক্রের সদস্যরা নারীদের ছবি আর ভিডিও দিয়েও ব্ল্যাকমেইল করতো মানুষকে।, দাম্পত্য জীবনের সমস্যা, বিয়ে না হওয়া, প্রেমে ব্যর্থতা, অন্যকে বশ করার তাবিজ-কবচ সবই পাওয়া যেতো কবিরাজ ওয়াস কুরুনীর কাছে। প্রায় ৩ বছর ধরে প্রতারণা করে অর্ধশতাধিক মানুষের কাছ থেকে লাখ লাখ টাকা আত্মসাত করে আসছিল এই ভন্ড কবিরাজ।, মঙ্গলবার (১ নভেম্বর) মুন্সীগঞ্জ থেকে এই প্রতারককে গ্রেপ্তার করে র্যাব-তিন। সংস্থাটি বলছে, সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করেই চলতো প্রতারণা। ২০ থেকে ২২ জনের দলটি সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন পোস্ট ছড়িয়ে টার্গেট করতো সহজ-সরল মানুষকে। বুধবার (২ নভেম্বর) এক সংবাদ সম্মেলন করে এসব তথ্য আরো জানান, র্যাব-৩ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ।, সেখানে বলা হয়, জ্বীন চালানের জন্য দুষ্প্রাপ্য সব জিনিস সংগ্রহ করতে বলতো চিকিৎসা প্রত্যাশীদের।, এই কবিরাজ আগে বাসে বাসে তাবিজ বিক্রি করতো বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে।,