সিলেটে জগন্নাথপুর উপজেলা পরিষদে আ.লীগের আকমল বিজয়ী।
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা পরিষদ নির্বাচনে ৪ হাজার ৩৭০ ভোট পেয়ে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আকমল হোসেন বিজয়ী হয়েছেন। তিনি নৌকা প্রতীকে ২৪ হাজার ১২০ ভোট পেয়ে কেন্দ্রভিত্তিক ফলাফলে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জমিয়তের খেজুর গাছ প্রতীকের প্রার্থী সৈয়দ তালহা আলম পেয়েছেন ১৯ হাজার ৭৫০ ভোট। এরপর আছেন আওয়ামী লীগ বিদ্রোহী আনারস প্রতীকের প্রার্থী মুক্তাদীর আহমদ মুক্তা। তিনি কত ভোট পেয়েছেন সেটা এখনো জানা যায়নি। বুধবার সকাল ৮ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত বিরতিহীনভাবে ৮৯ টি ভোটকেন্দ্রে ইভিএম-এ ভোটগ্রহণ সম্পন্ন হয়। এ উপজেলায় চেয়ারম্যান পদে লড়াই করছেন ৫ প্রার্থী। তারা হলেন- স্বতন্ত্র প্রার্থী বর্তমান উপজেলা চেয়ারম্যান বিএনপির বহিষ্কৃত নেতা আতাউর রহমান (মোটর সাইকেল),,আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আকমল হোসেন (নৌকা),,বিদ্রোহী প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মুক্তাদির আহমদ মুক্তা (আনারস), জমিয়ত মনোনীত প্রার্থী সৈয়দ তালহা আলম (খেজুর গাছ) ও স্বতন্ত্র প্রার্থী আব্বাস উদ্দিন (ঘোড়া)।,