Sobujbangla.com | সাংবাদিকরা দুর্বল বলে বললেন পররাষ্ট্রমন্ত্রী তাদের প্রশিক্ষণ প্রয়োজন।
News Head
 আবারও সহযোগিতা করল যুক্তরাষ্ট্র, রোহিঙ্গাদের জন্য ২ হাজার কোটি টাকার অজিত সহায়তা দেবে যুক্তরাষ্ট্র। আওয়ামী লীগের, সাবেক এমপি আউয়াল গ্রেপ্তার। পুলিশের ওপেন হাউজডে-মতবিনিময় সভা দোয়ারাবাজারে । সাংবাদিক তুরাব হত্যা মামলার আসামি ওসি মঈনকে ছেড়ে দেয়ায় সিলেট ক্ষোভ। ৮ দফা দাবিতে সিলেটে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান। গ্রেফতার ২ ধর্ষণ স্কুলছাত্রী অভিযোগে কমলগঞ্জে। উনিশ উপজেলার নির্বাচন স্থগিত। ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্ত সাড়ে ৩৭ লাখ মানুষ, বিধ্বস্ত ৩৫ হাজার ঘরবাড়ি’। এগারো উপজেলার চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানরা শপথ নিলেন। সিলেটে ওসমানী বিমানবন্দরে আটকা পড়েছে ৬টি ফ্লাইট।

সাংবাদিকরা দুর্বল বলে বললেন পররাষ্ট্রমন্ত্রী তাদের প্রশিক্ষণ প্রয়োজন।

  |  ২৩:০৭, অক্টোবর ২৯, ২০২২

নিজের বক্তব্য ‘ভুলভাবে’ গণমাধ্যমে আসছে দাবি করে বাংলাদেশের সাংবাদিকদের দুর্বল ও অপ‌রিপক্ক বলেন মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। শ‌নিবার (২৯ অক্টোবর) দুপু‌রে সাবেক রাষ্ট্রদূতদের সংগঠন অ্যাসোসিয়েশন অব ফরমার বিসিএস (এফএ) অ্যাম্বাসেডর্স (এওফা)  এর সদস্যদের নি‌য়ে জা‌তির পিতা বঙ্গবন্ধু শেখ মু‌জিবুর রহমা‌নের সমা‌ধি‌তে পুষ্পস্তবক অর্পণ শে‌ষে তিনি এ মন্তব্য করেন। পররাষ্ট্রমন্ত্রী ব‌লে‌ছেন, ‘গত ২৬ তা‌রিখ প্রেসক্লা‌বে কলা‌মিস্ট‌দের এক‌টি অনুষ্ঠা‌নে আমি যে বক্তব‌্য দি‌য়ে‌ছি ৭০‌টি গণমাধ‌্যম তা নি‌য়ে যে হেড লাইন ক‌রে‌ছে তার সঙ্গে আমার বক্তব্যের কোনো ধরনের সম্পর্ক নেই। সেখানে আমি নাকি আমেরিকা‌কে যুদ্ধবাজ বলেছি। ৭০‌টি গণমাধ্যমই মিথ্যা, বা‌নোয়াট ও কাল্পনিক তথ্য দিয়েছে। ড. এ কে আব্দুল মোমেন সাংবা‌দিক‌দের দুর্বল ও অপরিপক্ব উল্লেখ ক‌রে তিনি ব‌লেন, ‘আমা‌দের দে‌শে সাংবা‌দিকতা যারা করেন তাদের মধ্যে দুর্বলতা আছে। এদের পরিপক্বতা দরকার। সাংবাদিকরা যারা এটা করেছেন তা‌দের জন্য এটা লজ্জার বিষয়। আর আপনা‌দের জন্য দুঃখের বিষয়। আপনা‌দের সহকর্মীরা এ ধরনের বা‌নোয়াট কথা ব‌লে। এ সময় অ্যাম্বাসেডর-অ্যাট-লার্জ মোহাম্মদ জিয়াউদ্দিন ও পররাষ্ট্র সচিব (সিনিয়র সচিব) মাসুদ বিন মোমেন উপস্থিত ছিলেন। পরে তারা বঙ্গবন্ধু ও তার পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফিরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন। অন্যান্যের মধ্যে অ্যাসোসিয়েশন অব ফরমার বিসিএস (এফএ) অ্যাম্বাসেডর্স (এওফা) এর প্রেসিডেন্ট শমসের মবিন চৌধুরী, সেক্রেটারি জেনারেল আব্দুল্লাহ আল হাসান এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ