জাতীয় পার্টি রাঙ্গাকে দুটি পদ থেকে অব্যাহতি দিলো।
সংসদ সদস্য মসিউর রহমান রাঙ্গাকে দুটি গুরুত্বপূর্ণ পদ থেকে অব্যাহতি দিয়েছে জাতীয় পার্টি (জাপা)। জাতীয় সংসদের বিরোধীদলীয় চীফহুইপ এবং দলের প্রাথমিক সদস্য পদ থেকে রাঙ্গাকে অব্যাহতি দিয়েছে জাপা। শুক্রবার (২৮ অক্টোবর) জাতীয় পার্টির চেয়ারম্যানের কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। একই বিজ্ঞপ্তিতে দুটি পদের অব্যাহতি নিয়ে বলা হয়েছে, জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এমপি অদ্য দলীয় গঠনতন্ত্রের ধারা ২২ উপধারা ২ এর প্রদত্ত ক্ষমতাবলে মসিউর রহমান রাঙ্গা এমপি কে বিরোধীদলীয় চীফ হুইপের পদ থেকে অব্যাহতি প্রদান করেছেন। এরপরই জানানো হয়েছে, জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এমপি অদ্য দলীয় গঠনতন্ত্রে প্রদত্ত ক্ষমতা ও গত ৮ অক্টোবর তারিখে প্রেসিডিয়াম ও সংসদ সদস্যদের যৌথ সভার সিদ্ধান্ত মোতাবেক মসিউর রহমান রাঙ্গাকে প্রাথমিক সদস্য পদ হতে অব্যাহতি প্রদান করেছেন। উল্লেখ্য যে, গত ১৪ সেপ্টেম্বর তারিখে মাননীয় চেয়ারম্যানের দলীয় গঠনতন্ত্রের প্রদত্ত ক্ষমতাবলে তাকে প্রেসিডিয়াম সদস্য সহ সকল পদ পদবী থেকে অব্যাহতি প্রদান করেছিলেন।