Sobujbangla.com | জিএম কাদের বলেন:নির্বাচনে এককভাবে অংশ নেবে জাপা।জিএম কাদের।
News Head
 আবারও সহযোগিতা করল যুক্তরাষ্ট্র, রোহিঙ্গাদের জন্য ২ হাজার কোটি টাকার অজিত সহায়তা দেবে যুক্তরাষ্ট্র। আওয়ামী লীগের, সাবেক এমপি আউয়াল গ্রেপ্তার। পুলিশের ওপেন হাউজডে-মতবিনিময় সভা দোয়ারাবাজারে । সাংবাদিক তুরাব হত্যা মামলার আসামি ওসি মঈনকে ছেড়ে দেয়ায় সিলেট ক্ষোভ। ৮ দফা দাবিতে সিলেটে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান। গ্রেফতার ২ ধর্ষণ স্কুলছাত্রী অভিযোগে কমলগঞ্জে। উনিশ উপজেলার নির্বাচন স্থগিত। ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্ত সাড়ে ৩৭ লাখ মানুষ, বিধ্বস্ত ৩৫ হাজার ঘরবাড়ি’। এগারো উপজেলার চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানরা শপথ নিলেন। সিলেটে ওসমানী বিমানবন্দরে আটকা পড়েছে ৬টি ফ্লাইট।

জিএম কাদের বলেন:নির্বাচনে এককভাবে অংশ নেবে জাপা।জিএম কাদের।

  |  ২১:৪৯, অক্টোবর ২৫, ২০২২

জাতীয় পার্টির চেয়ারম্যান জি.এম. কাদের বলেছেন, আওয়ামী লীগের সাথে জাতীয় পার্টির কোন সর্ম্পক নেই। আগামী জাতীয় নির্বাচনে কাউকে সাথে নিয়ে নয় একক ভাবে অংশ নেবে জাতীয় পার্টি।   মঙ্গলবার (২৫ অক্টোবর) দুপুরে রংপুরে যাওয়ার পথে সৈয়দপুর বিমান বন্দরে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এসব কথা বলেন জাপার চেয়ারম্যান। জাপা চেয়ারম্যান আরো বলেন, বর্তমান সরকারের কাছ থেকে কোন সুবিধা পাওয়ার জন্য নয় বরং সরকার জনগণ ও বিরোধী দলের প্রতি অন্যায় করছে বলেই সরকারের বিরোধীতা করছে জাতীয় পার্টি।  তিনি আরও বলেন, ব্যাপক অনিয়ম-দুর্নীতি আর অর্থ পাচার করায় জনগণ আস্থা হারিয়েছে শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান আওয়ামী লীগ সরকার প্রতি। জনগণ আর আওয়ামী লীগকে সরকার পরিচালনার দায়িত্ব দিতে চায় না।  জাতীয় পার্টি আজও গণমানুষের দল উল্লেখ্য করে জি.এম কাদের বলেন, জাতীয় পার্টির জন্মই হয়েছে দেশের মানুষের কল্যাণে কাজ করার জন্য। সুখে-দুঃখে সবসময় জনগণের পাশে থাকে জাতীয় পার্টি। সরকারের সবধরনের অন্যায়, অবিচার আর অপকর্মের বিরুদ্ধে আমরা সোচ্চার ছিলাম, আছি এবং থাকবো। সরকার আগে ভাল কাজ করেছিল তাই তাদের বাহবা দিয়েছি এবং সহযোগীতা করেছি। এখন খারাপ কাজ করছে তাই আমরা প্রতিবাদ জানাচ্ছি। খারাপ কাজের প্রতিবাদ করলে সরকার যদি মিথ্যা অপপ্রচার চালায় তার উপযুক্ত জবাব দিতে প্রস্তুত রয়েছে জাতীয় পার্টি। জাতীয় ছাত্র সমাজের রংপুর মহানগর কমিটির ত্রিবার্ষিক সম্মেলনে যোগ দিতে ঢাকা থেকে আকাশ পথে মঙ্গলবার বেলা ১২টায় সৈয়দপুর বিমান বন্দরে আসেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি.এম কাদের এমপি। এরপর সৈয়দপুর বিমান বন্দরে সাংবাদিকদের সাথে আলোচনা শেষে সড়ক পথে রংপুরের পথে রওনা হন জাপা চেয়ারম্যান। এসময় তার সাথে ছিলেন, পার্টির মহাসচিব অ্যাডভোকেট মুজিবুল হক চন্নু এমপি, ব্যারিস্টার আনিসুল ইসলাম মাসুদ এমপি, ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি এমপি, আলহাজ্ব আদেলুর রহমান আদেল এমপি, রংপুর সিটি কর্পোরেশনের মেয়র মোস্তফিজুর রহমান মোস্তফা, জাতীয় ছাত্র সমাজের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আল মামুন।

এ বিভাগের অন্যান্য সংবাদ