রাজধানীর হাসপাতালগুলোতে আশঙ্কাজনকভাবে বাড়ছে ডেঙ্গু রোগী।
রাজধানীর হাসপাতালগুলোতে আশঙ্কাজনকভাবে বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। বিশেষজ্ঞরা বলছেন, অসচেতনতার কারণেই ডেঙ্গুর সংক্রমণ এতটা ঊর্ধ্বমুখী। এডিস মশা নিধনে পর্যাপ্ত জ্ঞানের অভাবও ডেঙ্গু না কমার আরেকটি বড় কারণ বলে মনে করেন বিশেষজ্ঞরা। রাজধানীর শাহবাগে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালের জরুরি বিভাগে তীব্র জ্বর নিয়ে এসেছেন অনেক রোগী। যাদের অনেককেই প্রাথমিক চিকিৎসা দিয়ে বাসায় বিশ্রাম নেবার পরামর্শ দিচ্ছেন কতর্বরত চিকিৎসকরা। আর, যাদের নিবিঢ় পর্যবেক্ষণে রাখা প্রয়োজন, তাদেরই শুধু ভর্তি করা হচ্ছে। অক্টোবর মাস জুড়েই ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ায় বিএসএমএমইউতে করা হয়েছে ডেঙ্গু কর্নার। প্রয়োজনে ওয়ার্ডের সংখ্যা আরো বাড়ানোর প্রস্তুতি নেয়া আছে। কিন্তু জনসাধারণের সচেতনতা না বাড়ালে দিনদিন হাসপাতালগুলোর ওপর চাপ আরো বাড়বে বলে আশঙ্কা কর্তৃপক্ষের। ডেঙ্গু রোগীর জন্য সবচেয়ে আতঙ্কের বিষয় রক্তের প্লাটিলেটের পরিমাণ হঠাৎ করে কমে যাওয়া। বিশেষ করে শিশু ও বয়স্করা শক সিনড্রোমের শিকার হচ্ছে বেশি। বিশেষজ্ঞরা বলছেন, এশিয়ার অনেক দেশের মতোই বাংলাদেশেও ডেঙ্গু এখন প্রায় সারাবছরের একটা আতঙ্কের নাম। ডেঙ্গুর বাহক এডিস মশা নিধনে দেশজুড়ে নানা কর্মযজ্ঞ সারাবছর চলছেও। তবে এই কর্মযজ্ঞ কিছুটা পরিকল্পনাহীন বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।