Sobujbangla.com | দুই লাখ জরিমানা করা হয়, কাপড়ের রং দিয়ে তৈরি হয় খেজুর গুড়।
News Head

দুই লাখ জরিমানা করা হয়, কাপড়ের রং দিয়ে তৈরি হয় খেজুর গুড়।

  |  ১৯:৩৫, অক্টোবর ২৩, ২০২২

কাপড়ের রং দিয়ে খেজুর গুড় তৈরির অভিযোগে এক ব্যবসায়ীকে দুই লাখ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। রোববার দুপুরে সুনামগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. শফিকুল ইসলাম এ আদেশ দেন। এসময় জগন্নাথপুর থানার এসআই সাইফুদ্দিন ভূঁইয়াসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। মো. শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, দুপুরে জগন্নাথপুরে হাবিব ভেরাইটিজ স্টোরের কারখানায় অভিযান চালায় অধিদপ্তর। এসময় কাপড়ের রং দিয়ে খেজুর গুড় তৈরির অপরাধে ওই প্রতিষ্ঠানকে দুই লাখ জরিমানা করা হয়। একই সময় মূল্যতালিকা না থাকায় একটি মুদি দোকানের মালিককে দুই হাজার টাকা জরিমানা করা হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ