প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে ৫ কর্মকর্তা-কর্মচারী গ্রেপ্তার।
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের পৃথক ১০টি পদের লিখিত পরীক্ষা হওয়ার কথা ছিল শুক্রবার (২১ অক্টোবর) বিকেলে। কিন্তু পরীক্ষা শুরুর প্রায় দেড় ঘণ্টা আগে প্রশ্নফাঁসের অভিযোগে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেপ্তার করেছে পুলিশের গোয়েন্দা সংস্থা (ডিবি)। প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে রাজধানীর লালবাগ জোনের ডিবি পুলিশ প্রতিষ্ঠানটির জুনিয়র ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেপ্তার করে। শুক্রবার (২১ অক্টোবর) রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয় তাদের। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গণমাধ্যম শাখার উপ-পুলিশ কমিশনার ফারুক হোসেন নিশ্চিত করেন এ তথ্য। গোয়েন্দা কর্মকর্তারা বলছেন, প্রশ্নফাঁস ও জালিয়াতির সঙ্গে জড়িত থাকার অভিযোগে বিমান বাংলাদেশের পাঁচ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিকভাবে গ্রেপ্তারকৃত পাঁচ জনের পরিচয় জানা যায়নি। শনিবার (২২ অক্টোবর) সংবাদ সম্মেলনের মাধ্যমে এ বিষয়ে বিস্তারিত তুলে ধরা হবে বলেও জানানো হয়েছে।