সারাদেশে ভাইদের প্রভাব বলয়ে আবারো সক্রিয় কিশোর গ্যাং।
সারাদেশে, রাজনৈতিক মদদে আবারো সক্রিয় হয়ে উঠেছে রাজধানীর কিশোর গ্যাং। বড় ভাইদের ছত্রছায়ায় তাদের অপরাধের পরিসর ছড়িয়ে পড়ছে অপরাধের অন্ডারওয়ার্ল্ডে। রাজনৈতিক বড় ভাইদের আশ্রয়ে ছিনতাই, চাঁদাবাজি, কিলিং মিশিনেও অংশ নিচ্ছে কিশোর গ্যাংয়ের সদস্যরা। সব ধরনের পশ্রয় পাওয়াতে এখন আরও বেপরোয়া তারা। রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে এদের বেপরোয়া চলাফেরা ও আচরণ কিছুতেই নিয়ন্ত্রণে আনতে পারছে না আইনশৃঙ্খলা বাহিনী। দিনের পর দিন কিশোর গ্যাংয়ের বেপরোয়া কর্মকাণ্ড ভাবিয়ে তুলছে সংশ্লিষ্ট এলাকাবাসীকে। গ্যাং সদস্যদের আচরণ এতটাই বেপরোয়া যে তাদের কেউ কিছু বলার সাহস পাচ্ছেন না। কথিত বড় ভাইদের কারণে অপরাধ করেও তারা আইনশৃঙ্খলা বাহিনীর ধরাছোঁয়ার বাইরে থাকছে। মাঝেমধ্যে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেফতার হলেও দৌরাত্ম্য কমছে না। প্রতিটি কিশোর গ্যাংয়ে সদস্য সংখ্যা থাকে ১৫ থেকে ২০ জন। ফেসবুক হোয়াটসঅ্যাপ আর টিকটকের মতো প্রযুক্তি তাদের যোগাযোগের অন্যতম মাধ্যম। এসব মাধ্যমে তারা গড়ে তোলে নিজেদের ক্লোজ গ্রুপ। এসব গ্রুপের মাধ্যমে নিজেদের অপরাধ কর্মকাণ্ডের জানান দেয় এই কিশোররা। ডিএমপির অপরাধ পর্যালোচনার তথ্য বলছে, রাজধানীর বিভিন্ন এলাকায় সক্রিয় ৪০টিরও বেশি কিশোর গ্যাং।