Sobujbangla.com | আমি ওসমানীনগর বাসীর শাসক নয়, সেবক হতে চাই।
News Head

আমি ওসমানীনগর বাসীর শাসক নয়, সেবক হতে চাই।

  |  ২০:৪৫, অক্টোবর ২১, ২০২২

ওসৃানীনগর উপজেলা পরিষদ নির্বাচনে খেলাফত মসলিজ মনোনীত চেয়ারম্যান পদ প্রার্থী হাফেজ মাওলানা ছইদুর রহমান চৌধুরী বলেছেন, নির্বাচন আসলে সবাই ভোটের জন্য আসেন, জনগণকে উন্নয়নের প্রতিশ্রুতি দেন। কিন্তু নির্বাচন চলে গেলে সকল প্রতিশ্রুতি ভুলে যান। আমি অতিতেও এই এলাকার মানুষের সুখে, দুঃখে ছিলাম, ভবিষ্যতেও থাকব। তার পরও কিছু নির্দিষ্ট কাজ জনপ্রতিনিধি না হলে কথা সম্ভব নয়। তাই আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে আপনাদের সেবা করার জন্য প্রার্থী হয়েছি। আজীবন আপনাদের সেবা করতে চাই। আমি যদি নির্বাচিত হই তাহলে উপজেলা পরিষদ হবে সবার জন্য উন্মুক্ত। নির্বাচনে বিজয়ী হলে ইনসাফ ভিত্তিক উপজেলা পরিষদ পচিচালনা করব ইনশাআল্লাহ। শুক্রবার ওসমানীনগর উপজেলার উসমানপুর ইউনিয়নে দিনভর গণসংযোগ শেষে বিকেলে স্থানীয় থানাগাঁও বাজারে পথসভায় তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, ভোট একটি পবিত্র আমানত, তাই এই আমানতের সঠিক ব্যবহার করতে হবে।আমি ওসমানীনগর বাসীর শাসক নয়, সেবক হতে চাই। এই এলাকা এখনো উন্নয়ন বঞ্চিত। উপজেলার প্রত্যন্ত এলাকায় এখনো উন্নয়নের ছুঁয়া লাগেনি। এসব অবহেলিত এলাকার জন্য কাজ করতে চাই। আমাকে নির্বাচিত করলে ওসমানীনগরের ৮ টি ইউনিয়নেই সমান উন্নয়ন হবে। সরকার থেকে আসা বরাদ্দ সমবন্ঠন হবে ইনশাআল্লাহ। স্থানীয় মুরব্বী মফুর মিয়ার সভাপতিত্বে ও মাওলানা রফিক আহমদের পরিচালনায় পথ সভায় বক্তব্য রাখন- সিলেট জেলা খেলাফত মজলিসের সহ সাধারণ সম্পাদক ও উসমান ইউপির সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাওলানা ওলিউর রহমান, ওসমানীনগর উপজেলা খেলাফত মজলিসের সভসপতি মাওলানা শুয়াইব আহমদ, মুফতি মিনহাজ উদ্দিন মিলাদ, হাফিজ আব্দুল আলিম, রায়হান আহমদ প্রমুখ। সিলেট জেলা খেলাফত মজলিসের সহ সাধারণ সম্পাদক ও উসমান ইউপির সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাওলানা ওলিউর রহমান বলেন, জনগণ ভোট দিলে সেই ভোট চুরি ছিনতাই হয়ে যায়। তার পরও আমরা গণতান্ত্রিক আন্দোলনের অংশ হিসেবে নির্বাচনে অংশ নিয়েছি। তাই শুধু ভোট দিয়েই দায়িত্ব শেষ নয়, ফলাফল ঘোষনা হওয়া পর্যন্ত নিজ নিজ কেন্দ্র পাহারা দিতে হবে। সভায় বক্তারা আগামী ২ নভেম্বর ওসমানীনগর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে হাফেজ মাওলানা ছইদুর রহমান চৌধুরীকেদেয়াল ঘড়ি মার্কায় ভোট দেয়ার আহবান জানান।

এ বিভাগের অন্যান্য সংবাদ