লালন সাঁই,ছেঁউড়িয়ার আখড়াবাড়িতে বিরহের সুর।
মরমী সাধক ফকির লালন সাঁই স্মরনোৎসব শেষ হচ্ছে বুধবার । ছেঁউড়িয়ার আখড়াবাড়িতে বিরহের সুর। বছরে দু’টি উৎসবে বাউল সাধুদের পদচারণায় মুখর হয়ে ওঠে কুষ্টিয়ার ছেঁউড়িয়ার আখড়াবাড়ি। দোল উৎসব সাড়ম্বরে ও আনন্দ উলস্ন্ল্লাসে পালিত হলেও তিরোধান দিবস সাধুদের পদচারণায় মুখর হয়ে ওঠে কুষ্টিয়ার ছেঁউড়িয়ার আখড়াবাড়ি। দোল উৎসব সাড়ম্বরে ও আনন্দ উলস্ন্ল্লাসে পালিত হলেও তিরোধান দিবস অনেকটা আবেগঘন পরিবেশে পালিত হয়। করনোকালের বাধা কাটিয়ে এবার হলো সাঁইজির তিন দিনের স্মরনোৎসব। যোগ দেন দেশ-বিদেশের অসংখ্য ভক্ত ও অনুরাগী। পহেলা কার্তিক, সোমবার বিকেলে অধিবাসের মধ্য দিয়ে সাধুদের নিজস্ব রীতিতে শুরু হয় সাধুসঙ্গ। পরদিন মঙ্গলবার অপরাহ্নে পূণ্যসেবার মধ্য দিয়ে তা শেষ হয়। বিদায় বেলায় এখন সাধুদের মাঝে বেজে উঠেছে বিরহের সুর। বিষণ্ন মনে তাই তাদের প্রত্যাশা, আবারও সাঁইজির দোল উৎসবে ঘটবে মিলন। যে মিলনের মাধ্যমে হবে তাঁর সান্নিধ্য লাভ। আনুষ্ঠানিকতা সাঙ্গ হলেও সাঁইজির ধামে তাঁর ভক্তরা রয়ে যাবেন আরও কয়েকদিন।