Sobujbangla.com | বিএনপি খালেদা জিয়ার সাজা স্থগিত নিয়ে যে তথ্য দিলেন আইনমন্ত্রী।
News Head
 আবারও সহযোগিতা করল যুক্তরাষ্ট্র, রোহিঙ্গাদের জন্য ২ হাজার কোটি টাকার অজিত সহায়তা দেবে যুক্তরাষ্ট্র। আওয়ামী লীগের, সাবেক এমপি আউয়াল গ্রেপ্তার। পুলিশের ওপেন হাউজডে-মতবিনিময় সভা দোয়ারাবাজারে । সাংবাদিক তুরাব হত্যা মামলার আসামি ওসি মঈনকে ছেড়ে দেয়ায় সিলেট ক্ষোভ। ৮ দফা দাবিতে সিলেটে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান। গ্রেফতার ২ ধর্ষণ স্কুলছাত্রী অভিযোগে কমলগঞ্জে। উনিশ উপজেলার নির্বাচন স্থগিত। ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্ত সাড়ে ৩৭ লাখ মানুষ, বিধ্বস্ত ৩৫ হাজার ঘরবাড়ি’। এগারো উপজেলার চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানরা শপথ নিলেন। সিলেটে ওসমানী বিমানবন্দরে আটকা পড়েছে ৬টি ফ্লাইট।

বিএনপি খালেদা জিয়ার সাজা স্থগিত নিয়ে যে তথ্য দিলেন আইনমন্ত্রী।

  |  ১৯:১৬, অক্টোবর ২০, ২০২২

আইন মেনেই খালেদা জিয়ার সাজা স্থগিত করা হচ্ছে। অসুস্থতার কারণে ফৌজদারি কার্যবিধির ৪০১ ধারায় দুই শর্তে তাকে মুক্তি দেওয়া হয়েছে, তিনি এখন মুক্ত বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। বৃহস্পতিবার (২০ অক্টোবর) সাভারে ঢাকা রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চলে বিভিন্ন কারখানার মালিক-শ্রমিক ও বেপজার কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। এ সময় আইনমন্ত্রী বলেন, ‘বাসায় নিজের পছন্দের চিকিৎসক দিয়ে চিকিৎসা নিচ্ছেন তিনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার মহানুভবতার কারণে করোনা পরিস্থিতিতে খালেদা জিয়ার পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়। খালেদা জিয়া এখনও অসুস্থ। তার স্বাস্থ্যের অবস্থা বিবেচনা করে ছয় মাস পরপর সাজা স্থগিতের মেয়াদ বাড়ানো হচ্ছে। সরকারের উন্নয়ন ও শ্রমিকদের নিয়ে আনিসুল হক বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে দেশ শিল্পে সমৃদ্ধি লাভ করছে। বর্তমান সরকার যেভাবে শ্রমিকদের বেতন-ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা বাড়িয়েছে, ঠিক সেভাবে শ্রমিকরা তাদের শ্রম দিয়ে দেশকে এগিয়ে নেওয়া উচিত। কারখানা পরিদর্শনের সময় আরও উপস্থিত ছিলেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের সচিব গোলাম সারওয়ার, বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল আবুল কালাম মোহাম্মদ জিয়াউর রহমান ও ডিইপিজেডের নির্বাহী পরিচালক আবদুস সোবাহান।

এ বিভাগের অন্যান্য সংবাদ